
জি-২০ সামিটকে কেন্দ্র করে ৯ সেপ্টেম্বর রাইসিনা হিলসে ডিনার পার্টির আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে রাষ্ট্রপতি, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আগত প্রধানমন্ত্রীকে বিশেষ অভ্যর্থনা জানাতে দেখা গেল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে।

রাইসিনা হিলসে ডিনার পার্টিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মার্কিন প্রেসিন্ডেন্ট জো বাইডেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খোশমেজাজে দেখা গেল বিরোধী জোটের অন্যতম হোতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে।

রাষ্ট্রপতি ভবনে ডিনার পার্টিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে এক ফ্রেমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতি ভবনে ডিনার পার্টিতে বিশ্ব ব্যাঙ্কের কর্তা অজয় বাঙ্গার সঙ্গে এক ফ্রেমে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

রাইসিনা হিলসে ডিনার পার্টিতে ভারতীয় সাজে জাপানের ফার্স্ট লেডি। কালো রঙের কাঞ্জীভরম শাড়ি পড়ে যেন সকলের মধ্যমণি হয়ে ওঠেন ইয়োকো কিশিদা। সস্ত্রীক জাপানের প্রধানমন্ত্রী ফুকিও কিশিদা ফ্রেমবন্দি।

সামিটের পর রাইসিনা হিলসে ডিনার পার্টির পাশাপাশি ভারত মণ্ডপম-এ বিশেষ সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেখানেই বিদেশি অতিথির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

রাষ্ট্রপতি ভবনে ডিনার পার্টিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যান্য অতিথিদের সঙ্গে গল্পে মজে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

রাইসিনা হিলসে ডিনার পার্টিতে খোশমেজাজে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাঁর সঙ্গে গল্পে মশগুল কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের ফাঁকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় মগ্ন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।

রাইসিনা হিলসে ডিনার পার্টিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজির সঙ্গে আলোচনায় মগ্ন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রাষ্ট্রপতি ভবনে ডিনার পার্টিতে বিদেশি অতিথির সঙ্গে এক ফ্রেমে বাংলার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিক।