
গ্রুপ 'এ' ৪ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড-নেদারল্যান্ডস। গ্রুপে এখনও অবধি অপরাজিত নেদারল্যান্ডস। পাঁচটির মধ্যে ৪টি জয়, ১টি ড্র। (ছবি : টুইটার)

পোল্যান্ড পাঁচটির মধ্যে মাত্র একটি করে জয় ও ড্র। বাকি তিন ম্যাচে হার। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। (ছবি : টুইটার)

অ্যাওয়ে ম্যাচে পোল্যান্ডকে ২-০ ব্যবধানে হারাল নেদারল্যান্ডস। ম্যাচের মাত্র ১৩ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। (ছবি : টুইটার)

অনবদ্য কিছু পাসের পর ডেনজিল ডামফ্রাইসের নিখুঁত স্কোয়ার পাস। বক্সে বল পান গাকপো। তাঁকে শুধু ট্যাপ করতে হয়েছে। ভুল করেননি গাকপো। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। (ছবি : টুইটার)

ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান ২-০ করেন স্টিভেন বার্গউইন। বাঁ দিক থেকে আক্রমণে উঠছিলেন স্টিভেন। পরিবর্ত হিসেবে নামা ভিনসেন্ট জানসেনের সঙ্গে ওয়াল খেলে কার্লিং শটে গোল স্টিভেনের। (ছবি : টুইটার)