
নয়া দিল্লি: আজ ২ অক্টোবর, গান্ধীজয়ন্তী। অহিংসার পথে চলার তিনি যে বার্তা দিয়েছিলেন, তা আজও সমগ্র বিশ্বের কাছে একইভাবে গ্রহণযোগ্য। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, "গান্ধী জয়ন্তীতে আমি বাপুকে শ্রদ্ধা জানাই। ওনার মহান নীতি আজও গোটা বিশ্বের কাছে একইভাবে তাৎপর্যপূর্ণ ও সমাদৃত। ওনার চিন্তাধারা লক্ষাধিক মানুষকে শক্তি জোগায়।" তিনি রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে পুস্প অর্পণ করে শ্রদ্ধা জানান। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে এ দিন প্রধানমন্ত্রী ১০ টা থেকে ১২টা অবধি জল জীবন যোজনা নিয়ে পানি সমিতির সদস্যদের সঙ্গে কথা বলবেন। ছবি: ANI

গান্ধীজয়ন্তীতে রাজঘাটে গিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে তিনি গান্ধীজির সমাধিতে মাল্য়দান করেন। উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনিও শ্রদ্ধা জানান। ছবি: ANI

উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনিও শ্রদ্ধা জানান। ছবি: ANI

রাজঘাটে সকালেই উপস্থিত হয়েছিলেন কংগ্রেস নেতা সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। তাঁরাও গান্ধীজির সমাধিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি বিজয়ঘাটে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি সমাধিতেও শ্রদ্ধা অর্পণ করেন। আজ তাঁরও জন্ম জয়ন্তী। ছবি: ANI

লোকসভার স্পিকার ওম বিড়লাও রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানান। ছবি: ANI

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও রাজঘাটে গিয়ে গান্ধীমূর্তির পাদদেশে শ্রদ্ধা অর্পণ করেন। ছবি: ANI

গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ওড়িশার জয়রত গ্রামে আয়োজন করা হয়েছে এক বিশাল পদযাত্রার। সেই পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছবি: ANI

তামিলনাড়ুতেও বিপুল সমারোহে পালন করা হচ্ছে গান্ধী জয়ন্তী। সকালেই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও রাজ্যপাল আরএন রবি চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে গান্ধীজির ছবিতে মাল্যদান করেন। এরপর রাজ্যপাল খাদি গ্রামোদ্যোগ ভবনও পরিদর্শনে যান। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন। ছবি: ANI

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথও গান্ধীমূর্তির পাদদেশে মাল্যদান করেন। তারসঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেনও। ছবি: ANI

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও জয়পুরে গান্ধীজির মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: ANI

গুজরাটের সবরমতি আশ্রমেও গান্ধীজির ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছবি: ANI