Gandhi Jayanti: জীবনে চলার পথে আদর্শ ‘বাপু’র চিন্তাধারাই, গান্ধীজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ জানালেন কোন নেতা-মন্ত্রীরা?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 02, 2021 | 11:51 AM

Gandhi Jayanti Celebration: জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী। 

1 / 12
নয়া দিল্লি: আজ ২ অক্টোবর, গান্ধীজয়ন্তী। অহিংসার পথে চলার তিনি যে বার্তা দিয়েছিলেন, তা আজও সমগ্র বিশ্বের কাছে একইভাবে গ্রহণযোগ্য। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী। 

নয়া দিল্লি: আজ ২ অক্টোবর, গান্ধীজয়ন্তী। অহিংসার পথে চলার তিনি যে বার্তা দিয়েছিলেন, তা আজও সমগ্র বিশ্বের কাছে একইভাবে গ্রহণযোগ্য। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী। 

2 / 12
এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, "গান্ধী জয়ন্তীতে আমি বাপুকে শ্রদ্ধা জানাই। ওনার মহান নীতি আজও গোটা বিশ্বের কাছে একইভাবে তাৎপর্যপূর্ণ ও সমাদৃত। ওনার চিন্তাধারা লক্ষাধিক মানুষকে শক্তি জোগায়।" তিনি রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে পুস্প অর্পণ করে শ্রদ্ধা জানান। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে এ দিন প্রধানমন্ত্রী ১০ টা থেকে ১২টা অবধি জল জীবন যোজনা নিয়ে পানি সমিতির সদস্যদের সঙ্গে কথা বলবেন। ছবি: ANI

এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, "গান্ধী জয়ন্তীতে আমি বাপুকে শ্রদ্ধা জানাই। ওনার মহান নীতি আজও গোটা বিশ্বের কাছে একইভাবে তাৎপর্যপূর্ণ ও সমাদৃত। ওনার চিন্তাধারা লক্ষাধিক মানুষকে শক্তি জোগায়।" তিনি রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে পুস্প অর্পণ করে শ্রদ্ধা জানান। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে এ দিন প্রধানমন্ত্রী ১০ টা থেকে ১২টা অবধি জল জীবন যোজনা নিয়ে পানি সমিতির সদস্যদের সঙ্গে কথা বলবেন। ছবি: ANI

3 / 12
গান্ধীজয়ন্তীতে রাজঘাটে গিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে তিনি গান্ধীজির সমাধিতে মাল্য়দান করেন। উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনিও শ্রদ্ধা জানান। ছবি: ANI

গান্ধীজয়ন্তীতে রাজঘাটে গিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে তিনি গান্ধীজির সমাধিতে মাল্য়দান করেন। উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনিও শ্রদ্ধা জানান। ছবি: ANI

4 / 12
উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনিও শ্রদ্ধা জানান। ছবি: ANI

উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনিও শ্রদ্ধা জানান। ছবি: ANI

5 / 12
রাজঘাটে সকালেই উপস্থিত হয়েছিলেন কংগ্রেস নেতা সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। তাঁরাও গান্ধীজির সমাধিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি বিজয়ঘাটে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি সমাধিতেও শ্রদ্ধা অর্পণ করেন। আজ তাঁরও জন্ম জয়ন্তী। ছবি: ANI

রাজঘাটে সকালেই উপস্থিত হয়েছিলেন কংগ্রেস নেতা সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। তাঁরাও গান্ধীজির সমাধিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি বিজয়ঘাটে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি সমাধিতেও শ্রদ্ধা অর্পণ করেন। আজ তাঁরও জন্ম জয়ন্তী। ছবি: ANI

6 / 12
লোকসভার স্পিকার ওম বিড়লাও রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানান। ছবি: ANI

লোকসভার স্পিকার ওম বিড়লাও রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানান। ছবি: ANI

7 / 12
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও রাজঘাটে গিয়ে গান্ধীমূর্তির পাদদেশে শ্রদ্ধা অর্পণ করেন। ছবি: ANI

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও রাজঘাটে গিয়ে গান্ধীমূর্তির পাদদেশে শ্রদ্ধা অর্পণ করেন। ছবি: ANI

8 / 12
গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ওড়িশার জয়রত গ্রামে আয়োজন করা হয়েছে এক বিশাল পদযাত্রার। সেই পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।  ছবি: ANI

গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ওড়িশার জয়রত গ্রামে আয়োজন করা হয়েছে এক বিশাল পদযাত্রার। সেই পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।  ছবি: ANI

9 / 12
তামিলনাড়ুতেও বিপুল সমারোহে পালন করা হচ্ছে গান্ধী জয়ন্তী। সকালেই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন  ও রাজ্যপাল আরএন রবি চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে গান্ধীজির ছবিতে মাল্যদান করেন। এরপর রাজ্যপাল খাদি গ্রামোদ্যোগ ভবনও পরিদর্শনে যান। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন।  ছবি: ANI

তামিলনাড়ুতেও বিপুল সমারোহে পালন করা হচ্ছে গান্ধী জয়ন্তী। সকালেই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন  ও রাজ্যপাল আরএন রবি চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে গান্ধীজির ছবিতে মাল্যদান করেন। এরপর রাজ্যপাল খাদি গ্রামোদ্যোগ ভবনও পরিদর্শনে যান। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন।  ছবি: ANI

10 / 12
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথও গান্ধীমূর্তির পাদদেশে মাল্যদান করেন। তারসঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেনও। ছবি: ANI

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথও গান্ধীমূর্তির পাদদেশে মাল্যদান করেন। তারসঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেনও। ছবি: ANI

11 / 12
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও জয়পুরে গান্ধীজির মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: ANI

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও জয়পুরে গান্ধীজির মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: ANI

12 / 12
গুজরাটের সবরমতি আশ্রমেও গান্ধীজির ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  ছবি: ANI

গুজরাটের সবরমতি আশ্রমেও গান্ধীজির ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  ছবি: ANI

Next Photo Gallery