
বরাবরই সলমন খানের পরিবারের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক বেজায় ভাল। প্রাক্তন, তাতে কী? সলমনের বোন অর্পিতা ও আলভিরার সঙ্গেও বেশ মধুর সম্পর্ক তাঁর। অর্পিতার বাড়িতে গণেশ পুজো আর ক্যাটরিনা আসবেন না তা কী করে হয়?

এলেন তিনি, শুধু এলেনই না। সঙ্গে নিয়ে এলেন স্বামী ভিকি কৌশলকে। দুজনের পোশাকই সাবেকি। তাতে আবার রয়েছে রঙের মিল। হাতে হাত ধরেই প্রবেশ করলেন অর্পিতার বাড়ি।

মুখে হাসি লেগেই রয়েছে। বিয়ের পর প্রথম গণেশ পুজো প্রাক্তনের বাড়িতেই কাটল তাঁর। তবে শুধু ক্যাটরিনা নন। অর্পিতার বাড়ির ওই গণেশ পুজোয় দেখা গেল বি-টাউনের আরও নানা চেনা মুখকে।

হাজির ছিলেন সলমন খান নিজেই। বোনের বাড়িতে পুজো, তিনি আসবেন না তা কী করে হয়? তবে সাবেকি নয়। জিন্স পরেই দেখা গেল ভাইজানকে।

হাজির ছিলেন ক্যাটরিনার বোন ইসাবেলা কাইফও। সলমনে পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কও বেজায় ভাল।

ছিলেন পরিচালক কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুরও। ক্যাটরিনা ও সলমন-- এই দুজনের সঙ্গে ওই দম্পতির সম্পর্ক খুবই ভাল। তাই সন্ধে নামতেই হাজির ছিলেন তাঁরা।

একেবারে ঘরের পোশাকে দেখা গেল সলমনের ছোট ভাই সোহেল খানকেও। সব মিলিয়ে জমে উঠল খান পরিবারের পুজো। গণপতির আশীর্বাদ নিতে ভিড় করল তারাদের দল।