Ganga Snan 2023: এক ডুবেই দূর হবে সব অর্থকষ্ট! গঙ্গাস্নানের দিন করুন এই সহজ প্রতিকার!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 22, 2023 | 5:58 PM

Astro Remedies: হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমার তাৎপর্য সুবিশাল। এই বিশেষ দিনে গঙ্গাস্নান ও প্রদীপ দান করার প্রচলন রয়েছে। এই প্রথা আজকের নয়। হাজার হাজার বছর ধরে এই প্রথা ভারতীয় সংস্কৃতির সঙ্গে রয়েছে জুড়ে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেন। চলতি বছরে কার্তিক মাসের পূর্ণিমা পড়েছে ২৭ নভেম্বর। এই দিনে হিন্দুধর্মাবলম্বীরা সকালে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করেন।

1 / 9
কার্তিক মাস হল হিন্দু ধর্মের সবথেকে পবিত্র মাস। আর তাই এই মাসে পূর্ণিমা পালনের গুরুত্ব অপরিসীম। কার্তিকমাসে পূর্ণিমার দিনে গঙ্গাস্নান করা ও প্রদীপ দানের মাহাত্ম্য বিরাট। পূর্ণিমার দিনে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করলে একজন ব্যক্তি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

কার্তিক মাস হল হিন্দু ধর্মের সবথেকে পবিত্র মাস। আর তাই এই মাসে পূর্ণিমা পালনের গুরুত্ব অপরিসীম। কার্তিকমাসে পূর্ণিমার দিনে গঙ্গাস্নান করা ও প্রদীপ দানের মাহাত্ম্য বিরাট। পূর্ণিমার দিনে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করলে একজন ব্যক্তি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

2 / 9
হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমার তাৎপর্য সুবিশাল। এই বিশেষ দিনে গঙ্গাস্নান ও প্রদীপ দান করার প্রচলন রয়েছে। এই প্রথা আজকের নয়। হাজার হাজার বছর ধরে এই প্রথা ভারতীয় সংস্কৃতির সঙ্গে রয়েছে জুড়ে।

হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমার তাৎপর্য সুবিশাল। এই বিশেষ দিনে গঙ্গাস্নান ও প্রদীপ দান করার প্রচলন রয়েছে। এই প্রথা আজকের নয়। হাজার হাজার বছর ধরে এই প্রথা ভারতীয় সংস্কৃতির সঙ্গে রয়েছে জুড়ে।

3 / 9
 পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেন। চলতি বছরে কার্তিক মাসের পূর্ণিমা পড়েছে ২৭ নভেম্বর। এই দিনে হিন্দুধর্মাবলম্বীরা  সকালে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করেন।

পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেন। চলতি বছরে কার্তিক মাসের পূর্ণিমা পড়েছে ২৭ নভেম্বর। এই দিনে হিন্দুধর্মাবলম্বীরা সকালে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করেন।

4 / 9
এ দিনে গঙ্গা স্নান করলে মানুষ তার পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পান বলে বিশ্বাস করা হয়। পূর্বজন্মের পাপ থেকে রক্ষা পেলে এই জন্মের জীবন সুখকর হয় ও জন্মান্তর প্রথার চক্র থেকে মুক্তি। সারা দেশেই  বিশেষ দিনে লাখ লাখ মানুষ সকালে উঠে গঙ্গাস্নান করেন।

এ দিনে গঙ্গা স্নান করলে মানুষ তার পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পান বলে বিশ্বাস করা হয়। পূর্বজন্মের পাপ থেকে রক্ষা পেলে এই জন্মের জীবন সুখকর হয় ও জন্মান্তর প্রথার চক্র থেকে মুক্তি। সারা দেশেই বিশেষ দিনে লাখ লাখ মানুষ সকালে উঠে গঙ্গাস্নান করেন।

5 / 9
মনে করা হয়, এই বিশেষ দিনে গঙ্গা স্নান করে কোনও ব্যক্তি ভক্তিভরে শ্রীবিষ্ণুর পূজা করলে ভগবান তার সমস্ত দুঃখ দূর করেন এবং অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকেও মুক্তি দেন। এখানেই শেষ নয়, এই বিশেষ দিনে কোনও ব্যক্তি কিছু উপাচার সহযোগে ঈশ্বরের আরাধনা করলে তাঁর জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়।

মনে করা হয়, এই বিশেষ দিনে গঙ্গা স্নান করে কোনও ব্যক্তি ভক্তিভরে শ্রীবিষ্ণুর পূজা করলে ভগবান তার সমস্ত দুঃখ দূর করেন এবং অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকেও মুক্তি দেন। এখানেই শেষ নয়, এই বিশেষ দিনে কোনও ব্যক্তি কিছু উপাচার সহযোগে ঈশ্বরের আরাধনা করলে তাঁর জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়।

6 / 9
প্রথম সমাধান: যদি কোনও ব্যক্তি কার্তিক পূর্ণিমার দিনে সকালে উঠে গঙ্গায় স্নান করেন ও সারাদিন উপবাস করেন তাহলে তিনি হাজার অশ্বমেধ ও শত রাজসূয় যজ্ঞের সমান পুণ্য লাভ করে। এদিনে গরু, ঘোড়া ও ঘি দান করলে সংসারে সম্পদ বৃদ্ধি করে।

প্রথম সমাধান: যদি কোনও ব্যক্তি কার্তিক পূর্ণিমার দিনে সকালে উঠে গঙ্গায় স্নান করেন ও সারাদিন উপবাস করেন তাহলে তিনি হাজার অশ্বমেধ ও শত রাজসূয় যজ্ঞের সমান পুণ্য লাভ করে। এদিনে গরু, ঘোড়া ও ঘি দান করলে সংসারে সম্পদ বৃদ্ধি করে।

7 / 9
দ্বিতীয় সমাধান: গঙ্গা স্নানের দিন যদি কোনও ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে চাল ও লাল ফুল অর্পণ করেন তাহলে  অনেক পুণ্য লাভ করা সম্ভব।

দ্বিতীয় সমাধান: গঙ্গা স্নানের দিন যদি কোনও ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে চাল ও লাল ফুল অর্পণ করেন তাহলে অনেক পুণ্য লাভ করা সম্ভব।

8 / 9
তৃতীয় সমাধান: গঙ্গা স্নানের দিন দুঃস্থ ব্যক্তিকে সরষের তেল, তিল ও কালো বস্ত্র দান করলে অতীব শুভ ফল লাভ হয়।

তৃতীয় সমাধান: গঙ্গা স্নানের দিন দুঃস্থ ব্যক্তিকে সরষের তেল, তিল ও কালো বস্ত্র দান করলে অতীব শুভ ফল লাভ হয়।

9 / 9
চতুর্থ সমাধান: গঙ্গাস্নানের দিন সন্ধ্যেয় তুলসী গাছের নীচে এই উপাচার পালন করলে বদলে দিতে পারে জীবন। ওই দিন সন্ধ্যেবেলায় তুলসী গাছের নীচে প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছকে প্রদক্ষিণ করুন। পাবেন শুভ ফল।

চতুর্থ সমাধান: গঙ্গাস্নানের দিন সন্ধ্যেয় তুলসী গাছের নীচে এই উপাচার পালন করলে বদলে দিতে পারে জীবন। ওই দিন সন্ধ্যেবেলায় তুলসী গাছের নীচে প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছকে প্রদক্ষিণ করুন। পাবেন শুভ ফল।

Next Photo Gallery