
লিওনেল মেসির মতো ভাগ্য সহায় হয়নি তাঁর। কাতার বিশ্বকাপের আগে ও পরে বিতর্কে জর্জরিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেরিয়ারের শেষ বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরেছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের বিদায়ের পর দুঃখ ভুলতে রোনাল্ডোর ভরসা এখন পরিবার। বান্ধবী জর্জিনা রড্রিগেজ ও পাঁচ সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন সিআর সেভেন। ক্রিসমাস পালন করলেন পরিবারের সঙ্গে। (ছবি: ইনস্টাগ্রাম)

বিশ্বকাপ জিতুন না নাই জিতুন, লাইম লাইট থেকে কখনও দূরে থাকেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল হোক বা ব্যক্তিগত জীবন, নিজেও প্রচারের আলোতে থাকতেই পছন্দ করেন। বিশ্বকাপ শেষ হতেই ক্লাব ফুটবলে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রেকর্ড অর্থের প্রস্তাব দেওয়া সৌদি আরবের ক্লাব আল নাসেরই কি তাঁর ভবিষ্যৎ? এখনও নিশ্চিত নয়। (ছবি:ইনস্টাগ্রাম)

ক্লাব কেরিয়ার নিয়ে জল্পনার মাঝেই বড়দিন উপলক্ষে রোনাল্ডোর সান্টা হলেন বান্ধবী জর্জিনা রড্রিগেজ। নিজের বিখ্যাত পার্টনারকে উপহার হিসেবে 'রোলস রয়েস ডন কনভারটিবল' দিয়ে চমকে দিলেন। বিলাসবহুল গাড়ির প্রতি রোনাল্ডোর আলাদা দুর্বলতা রয়েছে। তাই সঙ্গীর মন ভালো করতে ঝাঁ চকচকে রোলস রয়েস উপহার। (ছবি:ইনস্টাগ্রাম)

ভারতীয় মুদ্রায় গাড়িটির অর্থ আট কোটির কাছাকাছি। ক্রিসমাসে বান্ধবীর থেকে সারপ্রাইজ পেয়ে বেজায় খুশি ৩৮ বছরের পর্তুগিজ মহাতারকা। (ছবি:ইনস্টাগ্রাম)

সপরিবারে ক্রিসমাস উদযাপনের মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জর্জিনা। বড়দিনে কীভাবে সেজে উঠেছে তাঁদের বাড়ি, তারও ঝলক দিয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

খুশিমনে ছেলেমেয়ে ও বান্ধবীর সঙ্গে নতুন গাড়িতে চেপে বসেন রোনাল্ডো। বিশ্বকাপে শেষবার মাঠ ছাড়ার সময় তাঁর মুখে হাসি দেখেনি ফুটবল বিশ্ব। বড়দিনে জর্জিনার সারপ্রাইজ সিআর সেভেনের মুখে হাসি ফুটিয়েছে দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা। (ছবি:ইনস্টাগ্রাম)