
খেলার মাঠে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তেমনই ব্যক্তিগত জীবনেও। বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez) এবং পরিবারকে নিয়ে দারুণ মুহূর্ত কেটেছে এবং কাটছেও। (ছবি : ইন্সটাগ্রাম)

তাই বলে কি তাঁদের জীবনে কোনও খারাপ মুহূর্ত নেই? হয়তো কল্পনার চেয়েও ভয়ঙ্কর সময় কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো-জর্জিনার পরিবার। সেই সম্পর্কেই জানাবেন জর্জিনা। (ছবি : ইন্সটাগ্রাম)

ওটিটি প্ল্যাটফর্মে তাঁর জনপ্রিয় শো-য়ের দ্বিতীয় সিজনে এমন অনেক ঘটনার কথাই জানা যাবে। সূত্রের খবর, ওটিটি প্ল্যাটফর্মে বড় অঙ্কের চুক্তি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবীর। (ছবি : ইন্সটাগ্রাম)

ওটিটি প্ল্যাটফর্মের তরফেও নিশ্চিত করা হয়েছে, খুব তাড়াতাড়িই সিরিজটি আসতে চলেছে। সিরিজের ছোট্ট একটি ট্রেলারে জর্জিনা কিছুটা ইঙ্গিত দিয়েছেন, সিরিজে কোন বিষয়গুলি ভাগ করে নেবেন। যমজ সন্তান হয়েছিল জর্জিনার। সদ্যোজাত পুত্রসন্তানকে বাঁচানো যায়নি। (ছবি : ইন্সটাগ্রাম)

জর্জিনা বলেছেন, 'এ বছর জীবনের সেরা এবং সবচেয়ে খারাপ মুহূর্ত কাটিয়েছি। নিজেকেই প্রশ্ন করেছি, কী ভাবে বেঁচে থাকব। উত্তরটাও আমার চোখের সামনেই ছিল। সন্তানদের চোখে চোখ রেখে নিজেকে বোঝালাম, ওদের জন্যই বাঁচতে হবে।' (ছবি : ইন্সটাগ্রাম)