Gerard Pique: বার্সার হয়ে শেষ ম্যাচ, চোখের জলে ন্যু ক্যাম্পকে বিদায় পিকের
শনিবার রাতে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন জেরার্ড পিকে। লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ ছিল আলমেরিয়ার। পিকের বিদায়ী ম্যাচ ২-০ গোলে জিতে নিয়েছে বার্সেলোনা। গোল করলেন ওসমানে ডেম্বেলে এবং ফ্রেঙ্কি ডি জং।