
ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের জায়গা পাকা করল জার্মানি। অস্ট্রিয়া কোয়ার্টার ফাইনালে গোল করতে না পারলেও, কড়া টক্কর দিয়েছে আলেকজান্দ্রা পপদের। বেশ কষ্টার্জিত জয় অর্জন করতে হয়েছে আট বারের চ্যাম্পিয়ন জার্মানিকে। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

ম্যাচের ২৫ মিনিটের মাথায় ক্লারা ভুল বল বাড়িয়ে দেন জার্মানির অধিনায়ক আলেকজান্দ্রা পপের দিকে। তবে পপের পাশ দিয়ে সেই বল চলে যায় লিনা মাগুলের (Lina Magull) দিকে। এবং সেই সুযোগে তিনি বল জালে জড়িয়ে দেন। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আট বারের চ্যাম্পয়ন জার্মানি। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে যথেষ্ট লড়াই করতে হয়েছে জার্মানিকে। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

দ্বিতীয়ার্ধের শেষের দিকে, ৮৯ মিনিটে জার্মানির হয়ে গোল ব্যবধান বাড়ান জার্মানির অধিনায়ক আলেকজান্দ্রা পপ (Alexandra Popp)। এই নিয়ে এ বারের ইউরো কাপে টানা চতুর্থ ম্যাচে গোল করলেন পপ। এবং ১৯৮৯ ও ১৯৯৩ সালে হেইডি মোরের গড়া রেকর্ড স্পর্শ করে ফেলেন পপ। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)

২৮ জুলাই মেয়েদের ইউরো কাপের সেমিফাইনালে জার্মানি মুখোমুখি হবে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের সঙ্গে। (ছবি-মেয়েদের ইউরো কাপ ২০২২ টুইটার)