UEFA Women’s EURO Cup 2022: রেকর্ড গড়ে জার্মানিকে সেমিফাইনালে তুললেন আলেকজান্দ্রা পপ
ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের জায়গা পাকা করল জার্মানি। অস্ট্রিয়া কোয়ার্টার ফাইনালে গোল করতে না পারলেও, কড়া টক্কর দিয়েছে আলেকজান্দ্রা পপদের। বেশ কষ্টার্জিত জয় অর্জন করতে হয়েছে আট বারের চ্যাম্পিয়ন জার্মানিকে।