
মেয়েদের ইউরো কাপের গ্রুপ-বি-র প্রথম ম্যাচে ডেনমার্ককে ৪ গোলে হারাল জার্মানি।

ম্যাচের ২১ মিনিটের মাথায় জার্মানির পক্ষ থেকে প্রথম গোলটি করেন লিনা মাগুল (Lina Magull)। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন তিনি।

১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানি। দ্বিতীয়ার্ধে জার্মানির হয়ে ৫৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন লিয়া সুলার (Lea Schüller)।

ডেনমার্কের বিরুদ্ধে ৭৮ মিনিটে জার্মানির হয়ে তৃতীয় গোল করেন লিনা লাতোয়েন (Lena Lattwein)।

ম্যাচের ৮৬ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জার্মানির আলেজান্দ্রা পোপ (Alexandra Popp)।