Bangla NewsPhoto gallery Germany beat France by 2 1 goal and reach UEFA Women's EURO Cup 2022 final
UEFA Women’s EURO Cup 2022: আলেকজান্দ্রা পপের জোড়া গোলে নবম খেতাবের সামনে জার্মানি
মেয়েদের ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারাল জার্মানি। অধিনায়ক আলেকজান্দ্রা পপের জোড়া গোলের সুবাদে নবম খেতাবের সামনে দাঁড়িয়ে জার্মানি। যদিও সেমিফাইনালে গোলদর্শন হয়নি ফ্রান্সের। মেরলে ফ্রোয়েমসের একখানা আত্মঘাতী গোলের কারণে ফ্রান্স একটা সময় সমতায় ফিরেছিল। কিন্তু জার্মানিকে শেষ অবধি উদ্ধার করে তাদের অধিনায়ক। এ বার ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড।