
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) ফাইনাল ৩১ জুলাই। ওয়েম্বলি স্টেডিয়ামের মহারণে মুখোমুখি হতে চলেছে আয়োজক দেশ ইংল্যান্ড ও টুর্নামেন্টের আট বারের চ্যাম্পিয়ন জার্মানি। রবিরাতে ফুটবলবিশ্ব মেয়েদের ইউরো কাপে নতুন চ্যাম্পিয়ন পাবে নাকি জার্মানির ঘরে উঠবে নবম ট্রফি নজর রাখতে হবে সেদিকেই।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২০২২ সালের মেয়েদের ইউরো কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ওয়েম্বলি স্টেডিয়ামে এই প্রথম বার মেয়েদের ইউরো কাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে।

২৬ জুলাই প্রথম সেমিফাইনালে সুইডেনকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ইংল্যান্ড।

অন্যদিকে আটবারের মেয়েদের ইউরো কাপের চ্যাম্পিয়ন জার্মানি দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে।

জার্মানি যতবারই মেয়েদের ইউরো কাপের ফাইনালে উঠেছে খালি হাতে ফেরেনি। ফলে এ বারের আয়োজক দেশ ইংল্যান্ডের সামনে বড় পরীক্ষা। তবে সিংহীরাও গর্জন করার জন্য় তৈরি।