Saffron Festival: ভূস্বর্গ সেজে উঠেছে জাফরানে, পালিত হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 02, 2022 | 11:59 AM
Kashmir: বিশ্বের সবচেয়ে দামী মশলা জাফরান। যে খাবারে এই মশলা পড়ে তা স্বাদ আর গুণগত মান বেড়ে যায়। ভারতে জাফরান চাষ হয় কাশ্মীরে। এবার ভূস্বর্গে পালিত হচ্ছে জাফরান উৎসব।
1 / 6
বিশ্বের সবচেয়ে দামী মশলা জাফরান। যে খাবারে এই মশলা পড়ে তা স্বাদ আর গুণগত মান বেড়ে যায়। ভারতে জাফরান চাষ হয় কাশ্মীরে। এবার ভূস্বর্গে পালিত হচ্ছে জাফরান উৎসব।
2 / 6
প্রতি বছর অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কাশ্মীরে জাফরান উৎসব পালিত হয়। এ বছর ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত কাশ্মীরের পামপোরে জাফরান উৎসব পালিত হচ্ছে।
3 / 6
পুলওয়ামা জেলায় অবস্থিত পামপোর গ্রাম শ্রীনগর থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। পামপোর ভারতের 'জাফরান রাজধানী' নামে পরিচিত। জাফরান উৎসব উদযাপনের উদ্দেশ্য হল ভূস্বর্গের জাফরান বাজারজাত করা।
4 / 6
জাফরানের বীজ রোপণ, ফসল কাটা, এর থেরাপিউটিক বৈশিষ্ট্য এবং জাফরান ফুল তোলা সবই ক্যামেরা বন্দী করা হয়েছে। এই সিনেমা জাফরান উৎসবে প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে ভূস্বর্গের সংস্কৃতিও ফুটে উঠছে।
5 / 6
ভূস্বর্গের জাফরান উৎসব জম্মু ও কাশ্মীরের পর্যটন শিল্পেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর পর্যটকেরা ভিড় করেন জাফরান চাষ দেখার জন্য।
6 / 6
মাঠ জুড়ে জাফরানের মেলা। তার মাঝে কোথাও কোথাও জাফরান তোলা হচ্ছে। জাফরান উৎসবে এলে এই দৃশ্যই দেখেন পর্যটকেরা। পাশাপাশি এই উৎসবে কাশ্মীরি খাবারও খাওয়া যায়।