Manoj Tiwary Wife: গ্ল্যামারাস মনোজ-জায়া, টেক্কা দিতে পারেন টলি-বলির নায়িকাদের !
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jun 19, 2022 | 4:06 PM
রঞ্জি ট্রফির সেমিফাইনালে দেখা গিয়েছে রোম্যান্টিক মনোজ তিওয়ারিকে। স্ত্রী-কে দেন খোলা প্রেমপত্র। সেমির ঘর থেকেই বাংলার বিদায় হয়েছে। যদিও মনোজের স্ত্রীকে নিয়ে নেটিজেনদের আগ্রহ বেড়ে গিয়েছে কয়েকগুণ।
1 / 7
এতদিন ক্রিকেটারের স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। এখন তিনি বাংলার মন্ত্রী-জায়াও বটে। ভারতীয় ক্রিকেটারদের সুন্দরী স্ত্রী-দের তালিকার প্রথমদিকে থাকবেন সুস্মিতা রায় তিওয়ারি। (ছবি: সুস্মিতা রায় ইনস্টাগ্রাম)
2 / 7
২০০৬ সালে মনোজ-সুস্মিতার প্রথম দেখা। তারপর চোখে চোখ, মন দেওয়া নেওয়ার পালা। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৩ সালে চারহাত এক হয় মনোজ-সুস্মিতার। (ছবি:সুস্মিতা রায় ইনস্টাগ্রাম))
3 / 7
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুস্মিতা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৪৪ হাজারেরও বেশি। প্রায়শই নিজের গ্ল্যামারাস ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন মনোজ-পত্নী। স্বামী, ছেলে, পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর অসংখ্য ছবি রয়েছে তাঁর ইনস্টাগ্রামে। (ছবি:সুস্মিতা রায় ইনস্টাগ্রাম)
4 / 7
দেশ-বিদেশে ঘুরতে ভালোবাসেন মনোজের স্ত্রী। কয়েক বছর আগে মালদ্বীপ, ইজিপ্ট বেড়াতে গিয়েছিলেন যুগলে। সেবার মনোজ-সুস্মিতার গ্ল্যামারাস ফোটেশ্যুট বেশ চর্চায় উঠে এসেছিল।(ছবি:সুস্মিতা রায় ইনস্টাগ্রাম)
5 / 7
পশ্চিমী পোশাকের পাশাপাশি ট্র্যাডিশনাল লুকেও সমান সুন্দরী সুস্মিতা। লাল বেনারসী ও খোঁপায় গোলাপ ফুল, তাঁর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।(ছবি:সুস্মিতা রায় ইনস্টাগ্রাম)
6 / 7
অনেকের মতে, গ্ল্যামার আর ফ্যাশনে টলি-বলির নায়িকাদের টেক্কা দিতে পারেন সুস্মিতা রায় তিওয়ারি।(ছবি:সুস্মিতা রায় ইনস্টাগ্রাম)
7 / 7
বর্তমানে এক সন্তানের মা তিনি। ক্রিকেটার টার্নড রাজনীতিবিদ স্বামীর কেরিয়ারের চড়াই-উতরাইয়ে সবসময় পাশে থেকেছেন । একইসঙ্গে সমান দক্ষতায় সামলাচ্ছেন সংসার।(ছবি:সুস্মিতা রায় ইনস্টাগ্রাম)