
ভারতের সঙ্গে সৌদি আরবের কয়েক হাজার কিলোমিটার দূরত্ব। জর্জিনার পক্ষে উরফিকে চেনাও সম্ভব নয়। তবে আর্জেন্টাইন মডেল জর্জিনার কিছু কিছু পোশাক উরফির ফ্যাশন মনে করিয়ে দেয়। (ছবি:ইনস্টাগ্রাম)

গত কয়েকবছর ধরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যাযাবরের মতো এ দেশ থেকে ওদেশে ঘুরে বেড়াচ্ছেন জর্জিনা। সিআর সেভেন আল নাসেরে যোগ দেওয়াই বর্তমানে তাঁর ঠাঁই সৌদি আরবে। (ছবি:ইনস্টাগ্রাম)

নতুন দেশের নয়া সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে জর্জিনার সামনে। ইউরোপের দেশগুলির সঙ্গে সৌদির সংস্কৃতির ফারাক অনেকটাই।(ছবি:ইনস্টাগ্রাম)

পোশাক-আশাকের দিক থেকেও বাকি দেশগুলির চেয়ে সৌদির ভাবনা চিন্তা আলাদা। রোনাল্ডোর পাঁচ সন্তানের মা জর্জিনা তাই প্রচুর শপিং করেছেন। যাতে নিজেকে ভিনদেশি না মনে হয়। (ছবি:ইনস্টাগ্রাম)

এখন দেখেশুনে বেছে পোশাক নির্বাচন করলেও কিছুদিন আগে পর্যন্ত এমন উদ্ভট পোশাকে দেখা গিয়েছে জর্জিনাকে। ফুল নাকি হাফ প্যান্ট বোঝা দায়। (ছবি:ইনস্টাগ্রাম)

মাঝেসাঝে পোশাকের জন্য সমালোচিত হলেও রোনাল্ডোর সুপারমডেল বান্ধবীর যথেষ্ট ক্রেজ রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

আপাতত চুলের স্টাইল বদলে ফেলেছেন জর্জিনা। সরু বিনুনিতে লুকস একদম পাল্টে গিয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় লাখো ফলোয়ার্স। মডেলিং কেরিয়ারের পাশাপাশি রোনাল্ডোর সংসার সামলান যত্নে।(ছবি:ইনস্টাগ্রাম)

সম্প্রতি ২৯ বছরে পা দিয়েছেন জর্জিনা। সাদা রঙের তিনতলা কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)