IPL 2022: ছবিতে দেখুন গ্লেন ম্যাক্সওয়েলের ওয়েডিং পার্টির মুহূর্ত

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 29, 2022 | 2:58 PM

গত মার্চেই ভারতীয় তরুণী বিনি রমনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গ্লেন ম্যাক্সওয়েল। বিয়ের একমাস পর আরসিবির সতীর্থদের জন্য একটা পার্টি দেন অজি অলরাউন্ডার। মুম্বইয়ের টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা। আর সেখানেই বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের জন্য পার্টি দেন ম্যাক্সওয়েল। হিন্দু ধর্মেই হল মালাবদল। ভাংড়ায় পা দোলালেন বিরাট কোহলিও।

1 / 5
গ্লেন  ম্যাক্সওয়েল ও বিনি রমন।

ছবি: টুইটার

গ্লেন ম্যাক্সওয়েল ও বিনি রমন। ছবি: টুইটার

2 / 5
ম্যাক্সওয়েল ও বিনির ওয়েডিং পার্টির মুহূর্ত।

ছবি: টুইটার

ম্যাক্সওয়েল ও বিনির ওয়েডিং পার্টির মুহূর্ত। ছবি: টুইটার

3 / 5
ম্যাক্সওয়েল ও বিনির সঙ্গে বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা।

ছবি: টুইটার

ম্যাক্সওয়েল ও বিনির সঙ্গে বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা। ছবি: টুইটার

4 / 5
পুষ্পা সিনমোর গানে নাচ বিরাট কোহলির।

ছবি: টুইটার

পুষ্পা সিনমোর গানে নাচ বিরাট কোহলির। ছবি: টুইটার

5 / 5
ম্যাক্সওয়েলের ওয়েডিং পার্টিতে গোটা আরসিবি পরিবার।

ছবি: টুইটার

ম্যাক্সওয়েলের ওয়েডিং পার্টিতে গোটা আরসিবি পরিবার। ছবি: টুইটার

Next Photo Gallery