TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Jul 21, 2021 | 7:43 PM
একে বিরিয়ানি, তায় সোনায় মোড়া। এমন খাবারের নাম শুনলে জিভে জল আসতে বাধ্য। দুবাইতে পাওয়া যায় এই মহার্ঘ্য বিরিয়ানি। দুবাইয়ের মুদ্রায় এই খাবারের দাম ডিএইচ ১০০০, ভারতীয় মুদ্রায় যার মূল্য ২০,০০০ টাকা।
সোনায় মোড়া হ্যামবার্গার! দুনিয়ার সবচেয়ে দামি বার্গার বানিয়ে আপাতত শেফ-দুনিয়ায় নজর কেড়েছেন ডাচ রেস্তোরাঁর মালিক রবার্ট জ্যান ডি ভেন। এ হেন সোনায় মোড়া বার্গারটির দাম পাঁচ হাজার ডলার । ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ লক্ষের কাছাকাছি দাম হবে।
দুবাইয়ের প্যালেস ক্যাপুচিনো। সোনার গুঁড়ো মেশানো এই কফি পাওয়া যায় দুবাইয়ের এমিরেটস প্যালেসে। রুপোর প্লেটে আর সুদৃশ্য কাপে সাজিয়ে পরিবেশন করা হয় কফি। ডার্ক চকোলেট আর স্পেশ্যাল খেজুরের সঙ্গে পরিবেশন করা হয় এই কফি।
জমিয়ে ভুরিভোজের পর একটা পান না খেলে চলে নাকি। আর তা যদি হয় সোনায় মোড়া, তাহলে তো কথাই নেই। এই সোনায় সাজানো পান পাওয়া যায় ভারতের রাজধানী দিল্লিতে। পানের ভিতরে দেওয়া হয় মিষ্টি চাটনি, খেজুরের টুকরো, এলাচ, গুলকন্দ (গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হয়), লবঙ্গ, চেরির টুকরো, নারকেল কোড়া ও আরও অনেক কিছু। এছাড়াও থাকে র্যাফেলো চকোলেট।
ম্যানহাটনের ইন্ডাস্ট্রি কিচেন রেস্টুরেন্টে পাওয়া যায় সোনার পিৎজা। খাওয়া যায় অর্থাৎ এডিবেল এমন সোনার থাকে এই পিৎজায়। জানা গিয়েছে, ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক মেশানো থাকে পিৎজার টপিং- এ।
গোল্ডেন সুশি- সুদূর ম্যানিলায় পাওয়া যায় এই ডিশ। এডিবেল বা খাদ্যযোগ্য সোনা দিয়ে সাজানো হয় এই পদ। স্বাদ থেকে সাজানো কোনও কিছুতেই কার্পণ্য করেন না শেফ। বিশ্বের সবচেয়ে দামি সুশির ডিশ বলা হয় ম্যানিলার এই গোল্ডেন সুশিকেই।
সিঙ্গাপুরের এক সংস্থা তৈরি করে সোনার চা পাতা। ২৪ ক্যারেট এডিবেল গোল্ড দিয়ে চা পাতা পেইন্ট করা হয়। তার আগে রোদে ভাল করে শুকিয়ে নেওয়া হয় চা পাতা। বলা হয় সোনা মিশ্রিত এই চা পাতা খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে ভাল।