
ইচ্ছে ছিল অনুরাগীদের চমকে দেওয়ার। তাই এবারের হ্যালোউইন পার্টির জন্য আলাদা কিছু ভেবে রেখেছিলেন প্রাক্তন মার্কিন গল্ফার পেজ স্পিনান্যাক। পোশাকে স্ট্রিট ফাইটার ভিডিয়ো গেমের ক্যামি চরিত্রটিকে ট্রিবিউট দিলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

পেজের পরনের পোশাক ছিল সবুজ রঙের। মাথায় লাল টুপি এবং হাতে লাল গ্লাভস। (ছবি:ইনস্টাগ্রাম)

পেজ স্পিরান্যাক প্রাক্তন পেশাদার গল্ফার। বর্তমানে গল্ফ ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া স্টার তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

ম্যাক্সিমের বিশ্বের সবচেয়ে যৌন আবেদনকারী মহিলাদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন পেজ।(ছবি:ইনস্টাগ্রাম)

গল্ফ কোর্টে তাঁর পোশাক নির্বাচনের জন্য বহুবার সমালোচিত হয়েছেন পেজ। সমালোচনা হলেও সোশ্যাল মিডিয়ায় হিট তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয় পেজ স্পিরান্যাক। পোশাক আশাকের জন্য বহুবার সমালোচিত হয়েছে। সামাজিক মাধ্যমের নেতিবাচক দিকটিকেই কাজ লাগাতে চান পেজ।(ছবি:ইনস্টাগ্রাম)