Lauren Pacheco: গল্ফ কোর্সের বাইরে ম্যাচ! সাহসী পোশাকে টেক্কা গল্ফ সুন্দরীর

Golf stunner: এ যেন গল্ফ কোর্সের বাইরে ম্যাচ চলছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়! কে কাকে টেক্কা দিতে পারেন...। সাহসী পোশাকের লড়াই কাকেই বা এগিয়ে রাখা যায়! এই বিচারই বা কী ভাবে হবে!

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 07, 2023 | 9:00 AM

1 / 6
এ যেন গল্ফ কোর্সের বাইরে ম্যাচ চলছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়! কে কাকে টেক্কা দিতে পারেন...। নিজের দারুণ সব ছবি পোস্ট করে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগান মার্কিন প্রাক্তন পেশাদার গল্ফার পেইজ স্পিরান্যাক। ছবি: ইনস্টাগ্রাম

এ যেন গল্ফ কোর্সের বাইরে ম্যাচ চলছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়! কে কাকে টেক্কা দিতে পারেন...। নিজের দারুণ সব ছবি পোস্ট করে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগান মার্কিন প্রাক্তন পেশাদার গল্ফার পেইজ স্পিরান্যাক। ছবি: ইনস্টাগ্রাম

2 / 6
গত বছর জুন মাসে ম্যাক্সিম ম্যাগাজিনের তরফ থেকে বিশ্বের সবচেয়ে সেক্সি মহিলার তকমা পেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ৩.৭ মিলিয়ন ফলোয়ার পেইজের। ছবি: ইনস্টাগ্রাম

গত বছর জুন মাসে ম্যাক্সিম ম্যাগাজিনের তরফ থেকে বিশ্বের সবচেয়ে সেক্সি মহিলার তকমা পেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ৩.৭ মিলিয়ন ফলোয়ার পেইজের। ছবি: ইনস্টাগ্রাম

3 / 6
তাঁর ছবিতে কমেন্টের ঝড় তোলেন অনুরাগীরা। আর তুলবেন নাই বা কেন! স্পিরান্যাকের রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম

তাঁর ছবিতে কমেন্টের ঝড় তোলেন অনুরাগীরা। আর তুলবেন নাই বা কেন! স্পিরান্যাকের রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম

4 / 6
তবে নতুন বছরে ফ্যানদের নজর কাড়ছে আরও এক গল্ফ সুন্দরী, লস এঞ্জেলেসের লরেন পাচেও। তিনিও একজন পেশাদার গল্ফার। সাহসী পোশাকের লড়াই কাকেই বা এগিয়ে রাখা যায়! এই বিচারই বা কী ভাবে হবে!ছবি: ইনস্টাগ্রাম

তবে নতুন বছরে ফ্যানদের নজর কাড়ছে আরও এক গল্ফ সুন্দরী, লস এঞ্জেলেসের লরেন পাচেও। তিনিও একজন পেশাদার গল্ফার। সাহসী পোশাকের লড়াই কাকেই বা এগিয়ে রাখা যায়! এই বিচারই বা কী ভাবে হবে!ছবি: ইনস্টাগ্রাম

5 / 6
শুধু তাই নয় লরেন একজন লাইফস্টাইল ব্লগারও। সেই সঙ্গেই তাঁর একটি ফিটনেস ব্র্যান্ডও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ১৪৬০০০-এর পরিবার। ছবি: ইনস্টাগ্রাম

শুধু তাই নয় লরেন একজন লাইফস্টাইল ব্লগারও। সেই সঙ্গেই তাঁর একটি ফিটনেস ব্র্যান্ডও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ১৪৬০০০-এর পরিবার। ছবি: ইনস্টাগ্রাম

6 / 6
খোলামেলা পোশাকে ছবি দিয়ে দর্শক মনে ঝড় তোলেন লরেন। চাইলেই সেক্সিয়েস্ট পেইজকে দু'গোল দিতে পারেন তিনি। এমন প্রতিযোগিতাতেই যেন নেমেছেন! ছবি: ইনস্টাগ্রাম

খোলামেলা পোশাকে ছবি দিয়ে দর্শক মনে ঝড় তোলেন লরেন। চাইলেই সেক্সিয়েস্ট পেইজকে দু'গোল দিতে পারেন তিনি। এমন প্রতিযোগিতাতেই যেন নেমেছেন! ছবি: ইনস্টাগ্রাম