
দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। সেই লক্ষ্যে রেলওয়ে স্টেশনগুলির পুনর্গঠন করতে নিরলসভাবে কাজ করে চলেছে ভারতীয় রেলওয়ে। ইতিমধ্যেই একাধিক রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণ করা হয়েছে। এবং সেইসব রেল স্টেশনে বিমান বন্দরের মতো সুবিধাও থাকছে। সেই স্টেশনগুলির নকশা প্রকাশ করেছে রেল মন্ত্রক।

নতুন রূপে সেজে উঠবে দিল্লি, মুম্বই ও আহমেদাবাদের রেলস্টেশন। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা নয়া দিল্লি, আহমেদাবাদ ও মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণের জন্য ১০,০০০ কোটি টাকা অনুমোদন করেছে।

রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানিয়েছেন, স্টেশনগুলির নকশা সংশ্লিষ্ট শহরের দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হবে যাতে এই স্টেশনগুলি শহরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

প্রথম দফায় দৈনিক ৫০ লক্ষ যাত্রী যাতায়াত করে এরকম ১৯৯ টি স্টেশনের পুনর্গঠন করা হবে। নয়া দিল্লি রেলওয়ে স্টেশন বাস, অটো ও মেট্রো রেল পরিষেবার সঙ্গে সংযুক্ত করবে।

মোদেরার সূর্য মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে আহমেদাবাদের আহমেদাবাদের রেল স্টেশনের নকশা করা হয়েছে। মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ের ঐতিহ্যবাহী বিল্ডিংয়ে কোনও কোনও পরিবর্তন আনা হবে না। কিন্তু আশেপাশের বিল্ডিংয়ে পরিবর্তন আনা হবে।