
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন পেমেন্টের (Online Payment) চাহিদা। ডিজিটালাইজেশনের সঙ্গে-সঙ্গে ডিজিটাল পেমেন্টে (Digital Payment) নির্ভর হয়ে পড়েছে মানুষ। এখন পকেটে টাকাপয়সা থাকলেও চলে না। কোনও জিনিসের বা পরিষেবার মূল্য সেকেন্ডে অনলাইনে মিটিয়ে দেন গ্রাহকরা।

প্রচুর ক্যাশব্যাক পাওয়ার উপায়: গুগল পে মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। ফোনে আঙুল ওঠা মাত্রই সঙ্গে সঙ্গে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়। বর্তমানে এটি একটি অত্যন্ত জনপ্রিয় প্লাটফর্মে পরিণত হয়েছে।

আর এই ক্যাশলেস (Cashless) দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে গুগল পে (Google Pay), ফোন পে (Phone Pay), পেটিএমের (Paytm) মত অ্যাপগুলির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অ্যাপগুলির মাধ্যমে শুধুমাত্র যে পেমেন্ট করা যায় তা নয়, বিভিন্ন পেমেন্ট এর ফলে এই অ্যাপগুলি থেকে বিভিন্ন ক্যাশব্যাক অফারও পাওয়া যায়।

বারবার কেনাকাটা বন্ধ করুন: গুগল পের মাধ্যমে পেমেন্ট করলে বিভিন্ন রিওয়ার্ড পাওয়া যায়। তবে পেমেন্টের ফলে ক্যাশব্যাক এর সুবিধা পেতে গেলে একই একাউন্টে কম লেনদেন করুন। অর্থাৎ আপনি যদি বাম্পার ক্যাশব্যাকের সুবিধা নিতে চান তবে একই অ্যাকাউন্ট থেকে বারবার কেনাকাটা বন্ধ করুন। এতেই ক্যাশব্যাকের সুবিধা পাবেন আপনি।

সঠিক অপশনটি বেছে নিন: গুগল পে’র অফার অপশন এ গিয়ে সেখানে বিভিন্ন অফার সম্পর্কিত নানা তথ্য চেক করতে পারেন। বিভিন্ন পেমেন্ট করার সময় বা বিল পেমেন্টের সময় এই অফারগুলি কাজে লাগিয়ে ভাল ক্যাশব্যাক পেতে পারেন। তাই যেকোনও পেমেন্ট বা বিল পেমেন্ট করার সময় আগে অফারগুলি ভাল করে দেখে নিন।

একাধিক অ্যাকাউন্ট ব্যবহার: বিভিন্ন পেমেন্টের জন্য একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার না করে যদি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেন তবেই আপনি অনেক ক্যাশব্যাক পাবেন। তাই বিভিন্ন একাউন্ট থেকে লেনদেন করুন। একই অ্যাকাউন্ট থেকে বারবার পেমেন্ট করলে ভাল ক্যাশব্যাক পাওয়ার প্রবণতা কমে যায়। এর পরিবর্তে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট লিংক করে পেমেন্ট বা বিল পেমেন্ট করতে পারেন।