Legends League Cricket: লেজেন্ডস লিগে ইডেনে জোড়া শতরান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 18, 2022 | 7:30 AM

ইডেন্স গার্ডেন্সে লেজেন্ডস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টস। জোড়া শতরান দেখল ইডেন গার্ডেন্স। বীরেন্দ্র সেওয়াগ, জ্যাক কালিস, মিচেল জনসন, অ্যাশলে নার্স, কেভিন ও'ব্রায়েনদের ফের খেলতে দেখা। অতীতে ফিরলেন ইডেনের দর্শকরা।

1 / 5
ইডেন্স গার্ডেন্সে লেজেন্ডস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টস। জোড়া শতরান দেখল ইডেন গার্ডেন্স। (ছবি: টুইটার)

ইডেন্স গার্ডেন্সে লেজেন্ডস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস ও গুজরাট জায়ান্টস। জোড়া শতরান দেখল ইডেন গার্ডেন্স। (ছবি: টুইটার)

2 / 5
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগ। ইন্ডিয়া ক্যাপিটালসের টপ অর্ডার ব্যর্থ। অধিনায়ক জ্যাক কালিস, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে দ্রুতই ফিরলেন। (ছবি: টুইটার)

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগ। ইন্ডিয়া ক্যাপিটালসের টপ অর্ডার ব্যর্থ। অধিনায়ক জ্যাক কালিস, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে দ্রুতই ফিরলেন। (ছবি: টুইটার)

3 / 5
ইন্ডিয়া ক্যাপিটালস তারপরও ২০ ওভারে ৭ উইকেটে ১৯৭ রান করে। এর মধ্যে ৪৩ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন অ্যাশলে নার্স। ৮ টি বাউন্ডারি এবং ৯ টি ওভার বাউন্ডারি মারেন নার্স। (ছবি: টুইটার)

ইন্ডিয়া ক্যাপিটালস তারপরও ২০ ওভারে ৭ উইকেটে ১৯৭ রান করে। এর মধ্যে ৪৩ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন অ্যাশলে নার্স। ৮ টি বাউন্ডারি এবং ৯ টি ওভার বাউন্ডারি মারেন নার্স। (ছবি: টুইটার)

4 / 5
রান তাড়ায় দ্রুত অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগের উইকেট হারায় গুজরাটও। উল্টোদিক থেকে উইকেট পড়লেও থামানো যায়নি কেভিন ও'ব্রায়েনকে। কিছুটা সহযোগিতা করলেন পার্থিব প্যাটেল (২৪), যশপাল সিং (২১)। (ছবি: টুইটার)

রান তাড়ায় দ্রুত অধিনায়ক বীরেন্দ্র সেওয়াগের উইকেট হারায় গুজরাটও। উল্টোদিক থেকে উইকেট পড়লেও থামানো যায়নি কেভিন ও'ব্রায়েনকে। কিছুটা সহযোগিতা করলেন পার্থিব প্যাটেল (২৪), যশপাল সিং (২১)। (ছবি: টুইটার)

5 / 5
কেভিন ও'ব্রায়েনের ৬১ বলে ১০৬ রানের ইনিংস গুজরাট জায়ান্টসের জয়ের মঞ্চ গড়ে দেয়। ১৫ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারি মারেন কেভিন। ১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় জায়ান্টস। (ছবি: টুইটার)

কেভিন ও'ব্রায়েনের ৬১ বলে ১০৬ রানের ইনিংস গুজরাট জায়ান্টসের জয়ের মঞ্চ গড়ে দেয়। ১৫ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারি মারেন কেভিন। ১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় জায়ান্টস। (ছবি: টুইটার)

Next Photo Gallery