
ভারতের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখন্ডে কয়েক দিন আগেই চালু হয়েছে অভিন্ন দেওয়ান বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। এবার সেই পথেই হাঁটলো গুজরাটও। গুজরাট সরকারের দেওয়া তথ্য অনুসারে, গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হতে পারে।

রাজ্য সরকার এই বিষয়ে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটিতে ৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। যাঁরা ৪৫ দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেবেন। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করেই, UCC সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানান, রাজ্যের সকল নাগরিককে সমান অধিকার প্রদান করা এবং ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের বৈষম্য দূর করার উদ্দেশ্যেই এই ইউসিসি বাস্তবায়িত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অভিন্ন দেওয়ান বিধির জন্য তৈরি করা এই বিশেষ কমিটির নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক রঞ্জনা কুমারী। এছাড়াও রয়েছেন সিনিয়র আইএএস অফিসার সি.এল. মীনা, অ্যাডভোকেট আর.সি. কোডেকার, প্রাক্তন উপাচার্য দক্ষিণ ঠাকর এবং সমাজকর্মী গীতাবেন শ্রফ। ৪৫ দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দিলে, মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন।

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধির (UCC) অর্থ হল ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে দেশে বসবাসকারী সকল নাগরিকের জন্য একই ধরনের আইন প্রণয়ন করা। যদি কোনও রাজ্যে একটি দেওয়ানি আইন কার্যকর করা হয়, তাহলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তান দত্তক নেওয়া এবং সম্পত্তির বিভাজনের মতো সকল বিষয়ে প্রতিটি নাগরিকের জন্য একই আইন কার্যকরী থাকবে।

সংবিধানের চতুর্থ অংশে, যেখানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি বিশদভাবে বর্ণনা করা হয়েছে, ৪৪ অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ করা সরকারের দায়িত্ব।

অভিন্ন দেওয়ানি বিধি একবার কার্যকর হলে তারপর, ধর্মের উপর ভিত্তি করে বিদ্যমান ব্যক্তিগত আইন, যেমন হিন্দু বিবাহ আইন (১৯৫৫), হিন্দু উত্তরাধিকার আইন (১৯৫৬) এবং মুসলিম ব্যক্তিগত আইন প্রয়োগ আইন (১৯৩৭), প্রযোজ্য হবে না।