
বেশিরভাগ পুরুষই তাঁদের চুল নিয়ে বড্ড চিন্তায় থাকেন। কারোর পাতলা চুল নিয় সমস্যা, কারোর টাক পড়ে যাওয়া নিয়ে খুঁতখুতানি। অনেকে আবার বিয়ের আগে ডায়েট করে ভুঁড়ি কমানোর চেষ্টাও করেন। তবে পুরুষদের বিয়ের দিন নিজেকে সুন্দর রাখতে সবচেয়ে বেশি মনোনিবেশ করেন চুলের উপরই।

প্যারাবেন বা সালফেট নেই এমন শ্যাম্পু ব্যবহার করুন। রাসায়নিক-যুক্ত শ্যাম্পুর কারণ চুল নিস্তেজ ও দুর্বল হয়ে যায়। এছাড়া পুরুষদের মাথায় সবচেয়ে বেশি খুশকির প্রবণতা দেখা যায়।

চুলে ও মাথার ত্বকে পুষ্টির জোগান দিতে নিয়মিত তেল মাখুন। চুলের গোড়া বা শিকড়কে মজবুত করতে সপ্তাহে একবার গরম তেলের মাসাজ করতে পারেন। তাতে চুল স্বাস্থ্যকর ও উজ্জ্বল হবে।

বিয়ের একমাস আগে থেকে খুশকি দূর করার শ্যাম্পু বা টোটকা ব্যবহার করতে পারেন। তাতে খুশকির সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।


প্রতিদিনের ক্ষতি থেকে চুলকে রক্ষা করতে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। বিয়ের একমাসের আগে একটি ভাল মানের কন্ডিশনার ব্যবহার করতে পারেন। তাতে চুল হাইড্রেট, মজবুত ও উজ্জ্বল দেখাবে।

মুখের গড়ন অনুযায়ী চুলের স্টাইল করুন। মুখের আকৃতির সঙ্গে মানানসই হেয়ারকাট করুন। বিয়ের ঠিক আগে চুলে রঙ বা ট্রেন্ডি হেয়ার শেভের মতো জটিল কিছু করবেন না যেন।

প্রতিবার শ্যাম্পুর পর চুলের সিরাম ব্যবহার করুন। সপ্তাহে একবার হেয়ার স্পা করান।