
জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার হিন্দুধর্মে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এ দিনে বিশেষ করে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। বৃহস্পতিবারের পুজোতেও হলুদের বিশেষ গুরুত্ব রয়েছে।

বৃহস্পতিবারের পুজো করা হলে হলুদ ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে হলুদ ভগবান বিষ্ণুর খুব প্রিয়। এই পরিস্থিতিতে হলুদের কিছু প্রতিকার ও কৌশল বৃহস্পতিবার আপনার ভাগ্য বদলে দিতে পারে।

বৃহস্পতিবার কীভাবে হলুদের ব্যবহার করবেন, কী কী প্রতিকার মিলবে, তা জেনে নিন...

যদি কোনও ব্যক্তির টাকা কোথাও আটকে থাকে বা পাওনা টাকা কেউ না দিলে ও ইচ্ছে করেও তা ফেরত না পান, তাহলে কিছু চাল নিয়ে তাতে হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে রং করুন।

তারপর সেগুলো লাল কাপড়ে বেঁধে আপনার পার্সে রাখুন। এর পরে, আপনি কয়েক দিনের মধ্যে আপনার আটকে থাকা টাকা ফিরে পাবেন।

অনেক সময় এমন হয় যে কঠোর পরিশ্রম করেও সফলতা পাওয়া যায় না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভগবান গণেশকে হলুদের গিঁটের মালা অর্পণ করুন। এই প্রতিকারে সমস্ত কাজ মসৃণ হয়ে যায়। সেই সঙ্গে কাজে আসা বাধাও দূর হবে।

যদি আপনার কুনজর থাকে বা খারাপ স্বপ্ন দেখে অস্থির হয়ে ওঠেন, তাহলে হলুদের গিঁট বেঁধে মাথায় রেখে ঘুমাতে যান। এর ফলে খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে।

ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে বৃহস্পতিবার ছোলা ডাল ও হলুদ দান করুন। এছাড়া ভগবান বিষ্ণুর মূর্তির সামনে রোজ এক চিমটি হলুদ নিবেদন করলে প্রেম জীবনের সমস্যা যেমন দূর হয়, তেমনি কারওর দাম্পত্য জীবনে বাধা থাকলে তাও দূর হয়।

ব্যবসায় মন্দা দেখা দিলে বা লোকসান হলে কালো রঙের হলুদ ও কেশর জলের মধ্যে মিশিয়ে সমাধান পেতে পারেন। এরপর সেই পেস্ট দিয়ে ভল্টে স্বস্তিক আঁকুন ও নিয়মিত পূজা করুন। এতে করে সকল সমস্যা দূর হবে ও ব্যবসায় অগ্রগতি হবে।