TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Aug 09, 2021 | 11:46 AM
অভিনেত্রী হংসিকা মোটওয়ানি আজ বার্থডে গার্ল। দক্ষিণে তিনি পরিচিত মুখ। আবার বলিউডেও অভিনয় করেছেন
‘কোই মিল গ্যায়া’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন হংসিকা। তখন তিনি শিশু শিল্পী।
আবার টেলিভিশনে ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দেখেছেন দর্শক।
২০০৭-এ তেলগু ছবি ‘দেশামুদুরু’র মাধ্যমে ডেবিউ করেন তিনি। তখন তাঁর বয়স ১৬ বছর।
অভিনয়ের পাশাপাশি সমান তালে পড়াশোনা চালিয়ে গিয়েছেন হংসিকা। শুধু তাই নয়, সমাজকর্মী হিসেবেও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তিনি।
৩০ জন দরিদ্র শিশুর পড়াশোনার আর্থিক খরচ সামলান হংসিকা। আর্থিক স্বাবলম্বী হওয়ার পর থেকেই সমাজের এই অংশের জন্য কিছু কাজ করতে চেয়েছিলেন তিনি। এই কাজ তারই প্রমাণ।
শুধু তাই নয়, ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ১০জন মহিলার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সামলান হংসিকা। তবে এ সব কাজের প্রচার তিনি চান না।