কোন দেশের প্রধানমন্ত্রী তাঁর দেশের প্লেয়ারদের সঙ্গে বড় টুর্নামেন্টের আগে দেখা করেন, তাঁদের উৎসাহ দেন? খুঁজে দেখলে পাওয়া মুশকিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) খেলার প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। যার ফলে অলিম্পিক, কমনওয়েলথ গেমসের মতো টুর্নামেন্টের আগে ও পরে মোদী দেশের অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন। তাঁদের প্রয়াসকে সম্মান জানান।
আজ মোদীর ৭২তম জন্মদিন। তাঁর খেলাধূলার প্রতি প্রেম কারও অজানা নয়।
যখনই ভারতের প্লেয়াররা কোনও বড় ইভেন্টের জন্য যান, তার আগে মোদী তাঁদের সঙ্গে কথা বলেন। সকলকে উৎসাহিত করেন।
টুর্নামেন্ট চলাকালীন কোনও ভারতীয় অ্যাথলিট পদক জিতলে মোদী তাঁর পারফরম্যান্সের প্রশংসাও করেন। যদি কোনও প্লেয়ার বড় টুর্নামেন্টে সফল না হন, তা হলে তাঁর সঙ্গেও কথা বলে, তাঁকে সাহস জোগান। অলিম্পিক, কমনওয়েলথের মতো বড় বড় ইভেন্টের পর দেশে যখন দেশের অ্যাথলিটরা ফিরে আসেন, তারপর তাঁদের সঙ্গে কথাও বলেন মোদী।
দেশে খেলাধূলার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোদী। ভারতে যেন খেলাধূলার প্রসার হয়, তার জন্য প্রতিটি রাজ্যকে বিশেষ নজর দিতেও বলেছেন তিনি। চলতি বছরের জাতীয় ক্রীড়া দিবসে (২৯ অগস্ট) টুইটার বার্তায় মোদী লেখেন, "সাম্প্রতিক বছরগুলো খেলাধূলার জন্য দারুণ কেটেছে। এই ধারা অব্যাহত থাকুক। খেলাধূলা ভারত জুড়ে জনপ্রিয়তা পেতে থাকুক।”