TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Jul 29, 2021 | 8:53 AM
আজ তাঁর জন্মদিন। তিনি অর্থাৎ বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। পর্দায় এবং পর্দার বাইরে রঙিন তাঁর চরিত্র। জন্মদিনে ফিরে দেখা অভিনেতার সেরা কিছু ছবি।
কেরিয়ারের প্রথম ছবি ‘রকি’। বক্স অফিসে তুমুল সফল সে ছবি। কিন্তু মায়ের মৃত্যুর অভিঘাতে সঞ্জয় তখন বিপর্যস্ত। তবে এক তারকা সন্তানের আগমন সংবাদ স্পষ্ট হয়েছিল বলিউডে।
১৯৯১-এ মুক্তিপ্রাপ্ত ‘সাজন’ ছবিতে সঞ্জয়ের অভিনয় প্রশংসিত হয়েছিল সব মহলে। সে সময় থেকেই সঞ্জয়ের সঙ্গে মাধুরী দীক্ষিতের প্রেমের জল্পনায় সরগরম ছিল ইন্ডাস্ট্রি।
সঞ্জয় দত্তের ছবির তালিকা করতে শুরু করলে ‘খলনায়ক’ বাদ দেওয়া অসম্ভব। অ্যাকশন হোক বা ছবির গান, এখনও দর্শক মনে রেখেছেন। একই সঙ্গে বক্স অফিস সফল হয়েছিল এই ছবি।
‘মুন্নাভাই এমবিবিএস’ সঞ্জয়ের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি। কমেডি ঘরানায় সঞ্জয়ের অভিনয় মুগ্ধ করেছিল দর্শকের। বাবা সুনীল দত্তের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল বলে এই ছবি সঞ্জয়ের কাছেও স্পেশ্যাল।
সঞ্জয়ের কেরিয়ারের আরও একটা টার্নিং পয়েন্ট ‘অগ্নিপথ’-এর রিমেক। ন্যাড়া মাথা, হাতে ট্যাটু নিয়ে ভিলেনের যে লুক তৈরি হয়েছিল, তা এক কথা অনবদ্য। সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল সঞ্জয়ের অভিনয়।
‘মিশন কাশ্মীর’ ছবিতে যে চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন সঞ্জয়, তার জন্য তিনি সিনেমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এই ছবি তাঁকে বহু পুরস্কার এনে দিয়েছিল।