Happy Birthday Virat Kohli: আইনজীবীর ছেলে হয়ে গেলেন বিখ্যাত ক্রিকেটার, কেমন ছিল বিরাটের ছেলেবেলা?
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Nov 05, 2022 | 2:22 PM
৩৪ বছরে পা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট ভক্তদের কাছে এই দিনটি উৎসবের সমান। ১৯৯৮ সালের ৫ নভেম্বর দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্ম বিরাটের।
1 / 6
৩৪ বছরে পা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট ভক্তদের কাছে এই দিনটি উৎসবের সমান। ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্ম বিরাটের। বাবা প্রেম কোহলি ছিলেন ক্রিমিনাল ল'ইয়ার। মা সরোজ কোহলি গৃহবধূ। বিরাটের এক ভাই বিকাশ ও বোন ভাবনা রয়েছেন।(ছবি:টুইটার)
2 / 6
দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু করেন বিরাট। ছোট থেকেই ক্রিকেটের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল। ছোট্ট বয়স থেকে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন। ৯ বছর বয়সে পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন। বিরাটের কোচ ছিলেন রাজকুমার শর্মা।(ছবি:টুইটার)
3 / 6
বিরাটের মাথা ছিল দুষ্টুমির আখড়া। আশপাশের মানুষজনের মুখভঙ্গি নকল করে সবাইকে দেখাতেন। বিরিয়ানি, কাবাব, ছোলে বাটুরে দেখলেই ঝাঁপিয়ে পড়তেন। বিরাটকে সামলাতে হিমসিম খেতেন কোচ রাজকুমার শর্মা।(ছবি:টুইটার)
4 / 6
২০০৬ সালে বাবা প্রেম কোহলির মৃত্যু বিরাটকে প্রবলভাবে নাড়া দেয়। স্ট্রোকের পর বেশ কয়েকমাস শয্যাশায়ী থাকার পর মৃত্যু হয় প্রেম কোহলির। সেদিনই দাঁতে দাঁত চেপে বাবার স্বপ্ন পূরণ করার প্রতিজ্ঞা নেন। ছেলে দেশের হয়ে খেলবে, এই স্বপ্ন দেখতেন তাঁর বাবা। ছেলের সাফল্য দেখে যেতে পারেননি তিনি।(ছবি:টুইটার)
5 / 6
২০০২ সালে দিল্লি অনূর্ধ্ব ১৫ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর ২০০৬ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের ইংল্যান্ড সফরের জন্য ডাক পান বিরাট। তিনটি ওডিআই ম্যাচে জয়ী হয়ে ফেরে ভারত। এরপর পাকিস্তানের বিরুদ্ধেও খেলেন। ব্যাটার কোহলির পরিচয় পায় ক্রিকেট মহল।(ছবি:টুইটার)
6 / 6
২০০৭ সালে আন্তঃরাজ্য় টি-২০ চ্যাম্পিয়নশিপে নিজের দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন বিরাট। ২০০৮ সালের মার্চ মাসে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের নেতৃত্ব পান বিরাট। নেতৃত্বের হাতেখড়ি সেখানেই। সেই দল নিয়ে মালয়েশিয়া থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফেরেন বিরাট কোহলি। (ছবি:টুইটার)