
ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) আজ ৪৪তম জন্মদিন (Birthday)। ৪৩টা বসন্ত পার করে ফেললেন 'নজফগড়ের নবাব'। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার বীরু।

টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হলেন বীরেন্দ্র সেওয়াগ। ২০০৪ সালের ২৯ মার্চ পাকিস্তানের মুলতানে সেওয়াগ টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন। পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রান করেছিলেন নজফগড়ের নবাব। এরপর ঠিক ৪ বছর পর কাকতালীয়ভাবে একই দিনে, অর্থাৎ ২৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩১৯ রান করেছিলেন তিনি।

ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার বীরেন্দ্রে সেওয়াগ। ২০১১ সালে সেওয়াগ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪৯ বলে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন।

ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন বীরেন্দ্র সেওয়াগ। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সেওয়াগ।

১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ১৯টি টি-টোয়েন্টি এবং ২৫১টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বীরেন্দ্র সেওয়াগ। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৮৫৮৬ রান। ওয়ান ডে ক্রিকেটে বীরু করেছেন ৮২৭৩ রান। টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৩৯৪ রান।