Happy Friendship Day: এমন বন্ধু সকলেরই থাকে, আপনি কোনটা!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 29, 2021 | 6:48 PM

সারাজীবন বন্ধুত্ব খুঁজে বেড়ায় মানুষ। প্রকৃত বন্ধু তাকেই বলে, যে বিপদে, দুঃসময়ে যে কোনও পরিস্থিতিতে পাশে এসে বন্ধুর হাত বাড়িয়ে দেয়। কৈশোর বয়স থেকেই মানুষ বন্ধুত্বের স্বাদ পেয়ে যায়। স্কুল-কলেজ-অফিস, সব বয়সেই প্রচুর বন্ধুর সঙ্গে মেলামেশা করা হয়। বন্ধুত্বেরও মধ্যে রয়েছে প্রকারভেদ...

1 / 6
পড়াশোনায় তুখর- বন্ধুদের দলের মধ্যে একজন থাকে, যিনি বিজ্ঞান, ভূগোল- ইতিহাস গুলে খেয়ে ফেলেছেন।  পড়াশোনা, খেলাধুলো, কেরিয়ার প্রজেক্ট, সব বিষয়েই সে সকলের থেকে আগে।  যে কোনও প্রশ্নের উত্তর মিলবে তাঁর কাছ থেকে।

পড়াশোনায় তুখর- বন্ধুদের দলের মধ্যে একজন থাকে, যিনি বিজ্ঞান, ভূগোল- ইতিহাস গুলে খেয়ে ফেলেছেন। পড়াশোনা, খেলাধুলো, কেরিয়ার প্রজেক্ট, সব বিষয়েই সে সকলের থেকে আগে। যে কোনও প্রশ্নের উত্তর মিলবে তাঁর কাছ থেকে।

2 / 6
অভিভাবকসুলভ- আপনার স্বাস্থ্য, মানসিক অবস্থা, যে কোনও সময়ে আপনার কিছু করার আগেই কাছের বন্ধুটি বুঝে যায় সব।  আপনাকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্বও নিয়ে নেয় সে।

অভিভাবকসুলভ- আপনার স্বাস্থ্য, মানসিক অবস্থা, যে কোনও সময়ে আপনার কিছু করার আগেই কাছের বন্ধুটি বুঝে যায় সব। আপনাকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্বও নিয়ে নেয় সে।

3 / 6
ফাজিল - প্রত্যেক বন্ধুদের গ্রুপে একজন করে ফাজিল বন্ধু তাকেই।  মনকে সবসময় হাসিখুশি রাখতে, মুড ভাল রাখতে মজার বন্ধুর বিকল্প নেই।

ফাজিল - প্রত্যেক বন্ধুদের গ্রুপে একজন করে ফাজিল বন্ধু তাকেই। মনকে সবসময় হাসিখুশি রাখতে, মুড ভাল রাখতে মজার বন্ধুর বিকল্প নেই।

4 / 6
উচ্চস্বরে কথা না বললে খাবার হজম হয় না- জোরে জোরে কথা, হাসি-মজায় যে বন্ধুটি গ্রুপের মধ্যে একেবার মাতিয়ে রাখে। বন্ধুদের দলের কোনও গোপন কথাই আর গোপন থাকে না এই বন্ধর জন্য।

উচ্চস্বরে কথা না বললে খাবার হজম হয় না- জোরে জোরে কথা, হাসি-মজায় যে বন্ধুটি গ্রুপের মধ্যে একেবার মাতিয়ে রাখে। বন্ধুদের দলের কোনও গোপন কথাই আর গোপন থাকে না এই বন্ধর জন্য।

5 / 6
বন্ধুদের দলে একজনের অনুপস্থিতি- কাজের ক্ষেত্রেই বা য়ে কোনও কারণেই হোক, কাছের ও খুব ভাল বন্ধুরাই অনেক দূরে থাকে।   আপনার হাসি-দুঃখ-কান্নার আওয়াজ পৌঁছালেও পাশে থাকতে পারে না।

বন্ধুদের দলে একজনের অনুপস্থিতি- কাজের ক্ষেত্রেই বা য়ে কোনও কারণেই হোক, কাছের ও খুব ভাল বন্ধুরাই অনেক দূরে থাকে। আপনার হাসি-দুঃখ-কান্নার আওয়াজ পৌঁছালেও পাশে থাকতে পারে না।

6 / 6
পার্টিতে মসগুল- যখন তখন পার্টি মুডে থাকে যে বন্ধু। সুযোগ পেলেই ছোট করে পুল পার্টি, গেম পার্টি করে মস্তির সময় উপভোগ করে।   বিয়ারস, চিয়ার্স, পার্টিই তাঁর প্রথম পছন্দ।

পার্টিতে মসগুল- যখন তখন পার্টি মুডে থাকে যে বন্ধু। সুযোগ পেলেই ছোট করে পুল পার্টি, গেম পার্টি করে মস্তির সময় উপভোগ করে। বিয়ারস, চিয়ার্স, পার্টিই তাঁর প্রথম পছন্দ।

Next Photo Gallery