Happy Retirement, Robin Uthappa: ‘রবি’র হাঁটি হাঁটি পায়ে ছয়, যা কোনওদিন ভোলার নয়

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 15, 2022 | 6:00 AM

ক্রিকেটকে বিদায় জানালেন রবিন উথাপ্পা। পেশাদার ক্রিকেটে ২০টা বছর পেরিয়েছেন। ইন্সটাগ্রামে দীর্ঘ পোস্টে অবসর ঘোষণা করেন 'রবি'। ক্রিকেট কেরিয়ারে প্রচুর ওঠা নামা। কিছু সুন্দর মুহূর্তও উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। তাঁকে নিয়ে কিছু তথ্য...

1 / 5
আন্তর্জাতিক টি ২০ তে ভারতের প্রথম অর্ধশতরান করেছিলেন রবিন উথাপ্পা। ২০০৭ সালে উদ্বোধনী টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেন উথাপ্পা। (ছবি : টুইটার)

আন্তর্জাতিক টি ২০ তে ভারতের প্রথম অর্ধশতরান করেছিলেন রবিন উথাপ্পা। ২০০৭ সালে উদ্বোধনী টি ২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেন উথাপ্পা। (ছবি : টুইটার)

2 / 5
 টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দশ ম্যাচে ৪০ এর বেশি রানের ইনিংস খেলার নজির রয়েছে তাঁর দখলে। ২০১৪ সালে কেকেআরের হয়ে এই কৃতিত্ব রবিনের। সে বার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। তাঁর একটি সেলিব্রেশন সকলের পছন্দের মুহূর্ত। ক্যাচ নিয়ে টুপি খুলে ঝুঁকে সেলাম করতেন রবি। (ছবি : টুইটার)

টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দশ ম্যাচে ৪০ এর বেশি রানের ইনিংস খেলার নজির রয়েছে তাঁর দখলে। ২০১৪ সালে কেকেআরের হয়ে এই কৃতিত্ব রবিনের। সে বার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। তাঁর একটি সেলিব্রেশন সকলের পছন্দের মুহূর্ত। ক্যাচ নিয়ে টুপি খুলে ঝুঁকে সেলাম করতেন রবি। (ছবি : টুইটার)

3 / 5
আইপিএলে দু-বার চ্যাম্পিয়ন দলের সদস্য রবিন উথাপ্পা। আরও একটি অনন্য নজির তাঁর দখলেই ছিল ২০২১ আইপিএল অবধি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ট্রফি জয় এবং সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। ২০২১ এ চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব ছুঁয়েছেন। (ছবি : টুইটার)

আইপিএলে দু-বার চ্যাম্পিয়ন দলের সদস্য রবিন উথাপ্পা। আরও একটি অনন্য নজির তাঁর দখলেই ছিল ২০২১ আইপিএল অবধি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ট্রফি জয় এবং সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। ২০২১ এ চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব ছুঁয়েছেন। (ছবি : টুইটার)

4 / 5
'রবি' ছাড়াও উথাপ্পার আরও একটি ডাকনাম রয়েছে ক্রিকেট মাঠে। 'দ্য ওয়াকিং অ্যাসাসিন।' সাধারণত ব্যাটসম্যানরা ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলেন। উথাপ্পার ক্ষেত্রে এই বেরোনাটা ছিল অন্যরকম। কার্যত তিনি হাঁটতেন। পপিং ক্রিজ থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়েই বড় শট। ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের মধ্যেও অনেকটা এমন দেখা যেত। (ছবি : টুইটার)

'রবি' ছাড়াও উথাপ্পার আরও একটি ডাকনাম রয়েছে ক্রিকেট মাঠে। 'দ্য ওয়াকিং অ্যাসাসিন।' সাধারণত ব্যাটসম্যানরা ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলেন। উথাপ্পার ক্ষেত্রে এই বেরোনাটা ছিল অন্যরকম। কার্যত তিনি হাঁটতেন। পপিং ক্রিজ থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়েই বড় শট। ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের মধ্যেও অনেকটা এমন দেখা যেত। (ছবি : টুইটার)

5 / 5
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে (ওয়ান ডে) অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সঙ্গে ওপেন করেন রবিন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৬ রানের জুটি গড়ে তাঁরা। ৮৬ রানের ইনিংস রবিন উথাপ্পার। রান তাড়ায় ভারত ম্যাচটি জেতে ৭ উইকেটে। (ছবি : টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে (ওয়ান ডে) অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সঙ্গে ওপেন করেন রবিন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৬ রানের জুটি গড়ে তাঁরা। ৮৬ রানের ইনিংস রবিন উথাপ্পার। রান তাড়ায় ভারত ম্যাচটি জেতে ৭ উইকেটে। (ছবি : টুইটার)

Next Photo Gallery
Katrina-Vicky: সামনে এল প্রথম লুক ক্যাটরিনা-ভিকির, মুহূর্তে সেই ছবি ভাইরাল
Neeraj Chopra: মাঝ আকাশে ভাসছেন নীরজ, সুইৎজারল্যান্ডে জমিয়ে ছুটি উপভোগ