চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে উদয়পুরে বসেছিল হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও নাতাশা স্তানকোভিচের (Natasa Stankovic) রাজকীয় বিয়ের আসর। (ছবি-নাতাশা স্তানকোভিচ ইন্সটাগ্রাম)
নাতাশা খ্রিষ্টান হওয়ায় হার্দিক ও তিনি একবার খ্রিষ্টান রীতিতে বিয়ে করেন। হার্দিক হিন্দু হওয়ায় এরপর তিনি ও নাতাশা হিন্দু রীতি মেনেও বিয়ে করেন। (ছবি-হার্দিক পান্ডিয়া ইন্সটাগ্রাম)
২০২০ সালে হার্দিক-নাতাশার আইনি বিয়ে হয়েছিল। সে বছরের ৩০ জুলাই হার্দিক ও নাতাশার একমাত্র পুত্র অগস্ত্যর জন্ম হয়। (ছবি-হার্দিক পান্ডিয়া ইন্সটাগ্রাম)
ছেলের জন্মের ২ বছর পর ফের গাঁটছড়া বাঁধলেন হার্দিক ও নাতাশা। ছোট্ট অগস্ত্য বাবা হার্দিকের সঙ্গে টুইনিং করে হলদি অনুষ্ঠানে জামা পরেছিল। (ছবি-হার্দিক পান্ডিয়া ইন্সটাগ্রাম)
হ্যাপি ফ্যামিলি... হার্দিকের সঙ্গে সুন্দর জীবন কাটানোর অঙ্গীকার নিলেন নাতাশা। নিজের মেহেন্দিতে বর-ছেলেকে সঙ্গে নিয়ে জমিয়ে নাচেন নাতাশা। (ছবি-নাতাশা স্তানকোভিচ ইন্সটাগ্রাম)
উদয়পুরে হার্দিক-নাতাশার হলদি অনুষ্ঠান হয় একসঙ্গেই। নিজেদের দ্বিতীয় বারের বিয়েতে দারুণ মজা করেছেন হার্দিক-নাতাশা। (ছবি-হার্দিক পান্ডিয়া ইন্সটাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় এর আগে হার্দিক-নাতাশা তাঁদের খ্রিষ্টান রীতি মেনে এবং হিন্দু রীতিতে বিয়ের ছবি শেয়ার করেছিলেন। এ বার তাঁরা হলদি অনুষ্ঠান এবং মেহেন্দির সুন্দর সুন্দর ছবি তুলে ধরলেন নেটদুনিয়ায়। (ছবি-হার্দিক পান্ডিয়া ইন্সটাগ্রাম)
১৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে ভারতের। সেই সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা পারিবারিক কারণে খেলবেন না। তাই ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক। (ছবি-হার্দিক পান্ডিয়া ইন্সটাগ্রাম)