
হার্দিক পাণ্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচ হলেন ক্রিকেট জগতের অন্যতম সুইট কাপল। ২০২০ সালের জুন মাসে দুই থেকে তিন হয়েছেন হার্দিক-নাতাশা। আড়াই বছরের ছেলে অগস্ত্যকে নিয়ে সুখের সংসার নাতাশা-হার্দিকের। (ছবি:ইনস্টাগ্রাম)

তাহলে কেন ফের বিয়ের 'ভূত' চাপল হার্দিকের মাথায়? আসলে বরাবরই চমকে দিতে ভালোবাসেন বরোদার অলরাউন্ডার। অলরাউন্ড পারফরম্যান্সে যেমন প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন, সেই হার্দিকই আবার চ্যাট শোয়ে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বোর্ডের শাস্তির মুখে পড়েন। আবার আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দিয়ে চমকে দেন ক্রিকেট বিশ্বকে।(ছবি:ইনস্টাগ্রাম)

বিয়ে ও সন্তানের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। বিলাসবহুল ইয়টে চেপে সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচকে প্রপোজ করেছিলেন হার্দিক। প্লে বয় ইমেজের হার্দিক ও মডেল নাতাশার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন অধিকাংশ মানুষ। (ছবি:ইনস্টাগ্রাম)

নিন্দুকদের মুখে ছাই দিয়ে সেই হার্দিক একদিন সগর্বে ঘোষণা করলেন, বাবা হতে চলেছেন তিনি। হইচই পড়ে গিয়েছিল ক্রিকেট ও সিনে জগতে। গলায় মালা পরে, নাতাশার হাতে হাত রেখে ঘরোয়া বিয়ের ছবিও প্রকাশ করেন। বিয়ে ও সন্তানের জন্ম হার্দিককে এক ঝটকায় বদলে দিয়েছে। তিনি এখন ঘোর সংসারী, আইপিএল হোক বা জাতীয় দল, ঠান্ডা মাথায় নেতৃত্ব দেন। হাইভোল্টেজ ম্যাচে স্নায়ুর চাপ সামলে ম্যাচ ফিনিশ করে আসেন। (ছবি:ইনস্টাগ্রাম)

এ হেন হার্দিক ফের চমক দিতে চলেছেন। বিয়ের তিন ও সন্তান জন্মের আড়াই বছর পর ফের ছাদনাতলায় যাবেন। নাতাশা গর্ভবতী হয়ে পড়ায় ২০২০ সালে তড়িঘড়ি সই সাবুদ করে বিয়ে সেরেছিলেন। শেরওয়ানি পরে, ঘোড়ায় চেপে,বরযাত্রী নিয়ে বিয়েটা করা হয়নি। এ বার সেই আক্ষেপটাও পুষিয়ে ফেলতে চান হার্দিক। (ছবি:ইনস্টাগ্রাম)

জানা গিয়েছে, হার্দিক-নাতাশার দ্বিতীয়বার বিয়ের তোড়জোড় শুরু হয়েছে ২০২২ সালের নভেম্বর মাসে। রাজস্থানের উদয়পুরের কোনও এক দুর্গে স্বপ্নের বিয়ে সারবেন যুগলে। গুজরাটি রীতিতে প্রথমে বিয়ে হবে। এরপর খ্রিষ্টান মতে বিয়ে করবেন হার্দিক-নাতাশা। (ছবি:ইনস্টাগ্রাম)

বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকবে ছোট্ট অগস্ত্য। ছেলেকে নিয়েই সাতপাকে ঘোরার প্ল্যান করছেন হার্দিক। নিঃসন্দেহে ক্রিকেট জগতে এমন বিয়ে উদাহরণ হয়ে থাকবে।(ছবি:ইনস্টাগ্রাম)

১৩ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে যাবে বিয়ের অনুষ্ঠান। হিন্দু রীতিনীতি মেনে গায়ে হলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত কোনও কিছুই বাদ পড়বে না। হার্দিক-নাতাশার বিয়ের পোশাকের দায়িত্বে কে রয়েছেন সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।(ছবি:ইনস্টাগ্রাম)