Team India in Sydney: সিডনির অপেরা হাউসে সস্ত্রীক যুজি, রোম্যান্সে মত্ত হার্দিক-নাতাশা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 27, 2022 | 10:00 AM

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে পরিবার নিয়ে সিডনি শহর ঘুরে দেখলেন যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়ারা।

1 / 5
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে পরিবার নিয়ে সিডনি শহর ঘুরে দেখলেন যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়ারা। (ছবি:ইনস্টাগ্রাম)

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে পরিবার নিয়ে সিডনি শহর ঘুরে দেখলেন যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়ারা। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
সিডনিতে থাকবেন আর অপেরা হাউস যাবেন না এমনটা কী হয়? স্ত্রী ধনশ্রী ভার্মাকে নিয়ে অপেরা হাউসের সামনে পোজ দিলেন যুজবেন্দ্র চাহাল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুজির খেলা নিয়ে সংশয় রয়েছে।(ছবি:ইনস্টাগ্রাম)

সিডনিতে থাকবেন আর অপেরা হাউস যাবেন না এমনটা কী হয়? স্ত্রী ধনশ্রী ভার্মাকে নিয়ে অপেরা হাউসের সামনে পোজ দিলেন যুজবেন্দ্র চাহাল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুজির খেলা নিয়ে সংশয় রয়েছে।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করেছেন ধনশ্রী। ক্যাপশনে লেখেন, "এবার আর একা নই। আমরা পর্যটক হয়ে ঘুরছি।"(ছবি:ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করেছেন ধনশ্রী। ক্যাপশনে লেখেন, "এবার আর একা নই। আমরা পর্যটক হয়ে ঘুরছি।"(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ এবং ছেলে অগস্ত্যকে নিয়ে সিডনির পথে বেরিয়ে পড়েন হার্দিক পান্ডিয়া। রৌদ্রজ্জ্বল দিনে ফুরফুরে পোশাকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছেন পান্ডিয়া দম্পতি।(ছবি:ইনস্টাগ্রাম)

স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ এবং ছেলে অগস্ত্যকে নিয়ে সিডনির পথে বেরিয়ে পড়েন হার্দিক পান্ডিয়া। রৌদ্রজ্জ্বল দিনে ফুরফুরে পোশাকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছেন পান্ডিয়া দম্পতি।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
সিডনির পথে রোম্যান্সে ব্যস্ত নাতাশা-হার্দিক। মোবাইল ক্যামেরায় নিজেরাই সেসব ছবি বন্দী করলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

সিডনির পথে রোম্যান্সে ব্যস্ত নাতাশা-হার্দিক। মোবাইল ক্যামেরায় নিজেরাই সেসব ছবি বন্দী করলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery