UEFA Nations League: সুইসদের কাছে আটকে গেল রোনাল্ডোহীন পর্তুগাল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 13, 2022 | 1:03 PM

উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) ম্যাচে রবিরাতে জেনেভায় পর্তুগালের (Portugal) মুখে নেমেছিল সুইৎজারল্যান্ড (Switzerland)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন পর্তুগাল ম্যাচ শুরু হওয়ার ৫৭ সেকেন্ডের মধ্যে গোল খেয়ে বসে। আর এই গোল করে ইতিহাস তৈরি করলেন হ্যারিস সেফেরোভিচ (Haris Seferovic)। নেশন্স লিগের ইতিহাসে এর চেয়ে দ্রুত গোল আর কখনও হয়নি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ-'বি'-র দুই নম্বরে রয়েছে পর্তুগাল। লিগ টেবলের শীর্ষে রয়েছে স্পেন (পয়েন্ট ৮)।

1 / 4
পর্তুগালের বিরুদ্ধে জেনেভায় রবিরাতে মুখোমুখি হয়েছিল সুইৎজারল্যান্ড। ম্যাচের বয়স যখন মাত্র ৫৭ সেকেন্ড, তখনই উইডমারের পাস থেকে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন হ্যারিস সেফেরোভিচ (Haris Seferovic)।

পর্তুগালের বিরুদ্ধে জেনেভায় রবিরাতে মুখোমুখি হয়েছিল সুইৎজারল্যান্ড। ম্যাচের বয়স যখন মাত্র ৫৭ সেকেন্ড, তখনই উইডমারের পাস থেকে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন হ্যারিস সেফেরোভিচ (Haris Seferovic)।

2 / 4
রবিরাতে নেশন্স লিগের সব চেয়ে দ্রুততম গোল করে ইতিহাস গড়েছেন সুইস তারকা হ্যারিস সেফেরোভিচ।

রবিরাতে নেশন্স লিগের সব চেয়ে দ্রুততম গোল করে ইতিহাস গড়েছেন সুইস তারকা হ্যারিস সেফেরোভিচ।

3 / 4
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন পর্তুগাল সুইসদের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন পর্তুগাল সুইসদের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন।

4 / 4
সুইস গোলকিপার জোনাস ওমলিন একাধিক সেভ করেন। যার মধ্যে দানিলো পেরেইরা, গন্সালো গেদেস, বের্নান্ডো সিলভার শটও রুখে দেন ওমলিন।

সুইস গোলকিপার জোনাস ওমলিন একাধিক সেভ করেন। যার মধ্যে দানিলো পেরেইরা, গন্সালো গেদেস, বের্নান্ডো সিলভার শটও রুখে দেন ওমলিন।

Next Photo Gallery