Harleen Deol: একসঙ্গে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করছেন হরলিন, এ কি কাণ্ড!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 14, 2023 | 9:00 AM

Indian Women’s Cricketer: ভারতের মহিলা দলের তারকা অলরাউন্ডার হরলিন কৌর দেওলকে (Harleen Deol) চেনেন? ক্রিকেট খেলার জন্য তিনি যতটা পরিচিত, ঠিক ততটাই তিনি পরিচিত তাঁর সৌন্দর্যের জন্য।

1 / 8
পঞ্জাব তনয়া হরলিন কৌর দেওল (Harleen Deol) যে কত জনের ক্রাশ তা বলা মুশকিল। এক কথা নিঃসন্দেহে বলা যায়, যে চণ্ডীগড়ের বছর চব্বিশের এই ক্রিকেটার জাতীয় দলের বিউটি কুইন। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

পঞ্জাব তনয়া হরলিন কৌর দেওল (Harleen Deol) যে কত জনের ক্রাশ তা বলা মুশকিল। এক কথা নিঃসন্দেহে বলা যায়, যে চণ্ডীগড়ের বছর চব্বিশের এই ক্রিকেটার জাতীয় দলের বিউটি কুইন। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

2 / 8
২০১৯ সালে ভারতের জার্সি চাপিয়ে আন্তর্জাতিক ওডিআই ও আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে খেলার প্রথম সুযোগ পান হরলিন। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

২০১৯ সালে ভারতের জার্সি চাপিয়ে আন্তর্জাতিক ওডিআই ও আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে খেলার প্রথম সুযোগ পান হরলিন। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

3 / 8
ডান হাতি বিধ্বংসী ব্যাটার হরলিন এই ছবি পোস্ট করে মজার ছলে নিজেই তার ব্যাট করার ঝলক দেখিয়েছেন। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

ডান হাতি বিধ্বংসী ব্যাটার হরলিন এই ছবি পোস্ট করে মজার ছলে নিজেই তার ব্যাট করার ঝলক দেখিয়েছেন। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

4 / 8
সুন্দরী হরলিন লেগ স্পিনটাও ভালোই করতে পারেন। তার ঝলক রইল এই ছবিতে। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

সুন্দরী হরলিন লেগ স্পিনটাও ভালোই করতে পারেন। তার ঝলক রইল এই ছবিতে। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

5 / 8
আর ফিল্ডিংই বা বাদ যায় কেন? তিনি ফিল্ডিংটাও অসম্ভব ভালো করেন। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হরলিন সুপারম্যানের মতো উড়ে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে এক দারুণ ক্যাচ নিয়েছিলেন। যা রীতিমতো ভাইরাল হয়েছিল। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

আর ফিল্ডিংই বা বাদ যায় কেন? তিনি ফিল্ডিংটাও অসম্ভব ভালো করেন। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হরলিন সুপারম্যানের মতো উড়ে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে এক দারুণ ক্যাচ নিয়েছিলেন। যা রীতিমতো ভাইরাল হয়েছিল। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

6 / 8
সুন্দরী হরলিন সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। প্রায়শই তিনি ওয়ার্ক আউটের ছবি, ভিডিয়ো শেয়ার করেন। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

সুন্দরী হরলিন সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। প্রায়শই তিনি ওয়ার্ক আউটের ছবি, ভিডিয়ো শেয়ার করেন। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

7 / 8
হরলিন যদি ব্যাট-বল হাতে তুলে না নিতেন, তা হলে তিনি মডেলিং দুনিয়ায় বাজিমাত করতে পারতেন। তাঁর রূপের ছটা বলিউড অভিনেত্রীদের টেক্কা দেওয়ার মতো। তাঁর স্টাইলিস্ট ছবি সমর্থকদের মনে আলোড়ন ফেলে দেয়। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

হরলিন যদি ব্যাট-বল হাতে তুলে না নিতেন, তা হলে তিনি মডেলিং দুনিয়ায় বাজিমাত করতে পারতেন। তাঁর রূপের ছটা বলিউড অভিনেত্রীদের টেক্কা দেওয়ার মতো। তাঁর স্টাইলিস্ট ছবি সমর্থকদের মনে আলোড়ন ফেলে দেয়। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

8 / 8
ভারতের হয়ে এখনও অবধি ৭টি ওডিআই ম্যাচে এবং ১৬টি টি-২০ ম্যাচে খেলেছেন হরলিন। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে এবং টি-২০ ক্রিকেটে যথাক্রমে ১০৪ রান এবং ১৬৬ রান করেছেন। তিনি এই দুই ফরম্যাটে উইকেট নিয়েছেন যথাক্রমে ২টি ও ৬টি। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

ভারতের হয়ে এখনও অবধি ৭টি ওডিআই ম্যাচে এবং ১৬টি টি-২০ ম্যাচে খেলেছেন হরলিন। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে এবং টি-২০ ক্রিকেটে যথাক্রমে ১০৪ রান এবং ১৬৬ রান করেছেন। তিনি এই দুই ফরম্যাটে উইকেট নিয়েছেন যথাক্রমে ২টি ও ৬টি। (ছবি-হরলিন দেওল ইন্সটাগ্রাম)

Next Photo Gallery