Bangla News Photo gallery Harry Kane scores goal in his milestone match at Tottenham, Wolves also win against Nottingham forest in EPL
Premier League: মাইলফলক ম্যাচে হ্যারির গোল, এভার্টনকে হারিয়ে লিগ টেবলের তিনে উঠল টটেনহ্যাম
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 16, 2022 | 9:40 AM
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিরাতে একদিকে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটস্পার ও এভার্টন। টটেনহ্যামের হয়ে মাইলস্টোন ম্যাচে নেমে গোল করেছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন। ২-০ ব্যবধানে এভার্টনকে হারিয়েছে স্পার্সরা। অপর এক ম্যাচে সাক্ষাৎ হয়েছিল উলভস ও নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচে ১-০ জিতেছে উলভস।
1 / 6
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিরাতে একদিকে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটস্পার ও এভার্টন। টটেনহ্যামের হয়ে মাইলস্টোন ম্যাচে নেমে গোল করেছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন। ২-০ ব্যবধানে এভার্টনকে হারিয়েছে স্পার্সরা। অপর এক ম্যাচে সাক্ষাৎ হয়েছিল উলভস ও নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচে ১-০ জিতেছে উলভস।
2 / 6
টটেনহ্যাম হটস্পারের হয়ে কেরিয়ারের ৪০০তম ম্যাচে নেমেছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন (Harry Kane)। স্পার্সদের জার্সিতে তাঁর নামের পাশে এখন জ্বলজ্বল করছে ২৫৮ গোল।
3 / 6
ইপিএলে এভার্টনের বিরুদ্ধে ম্যাচের ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন হ্যারি কেন।
4 / 6
ইপিএলে এভার্টনের বিরুদ্ধে ম্যাচের ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন হ্যারি কেন।
5 / 6
উলভস বনাম নটিংহ্যাম ফরেস্ট ম্যাচে ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে দলকে জিতিয়েছেন উলভসের রুবেন নেভেস (Ruben Neves)।
6 / 6
ইপিএল বর্ণবিদ্বেষকে সমর্থন করে না। শনিরাতে প্রিমিয়ার লিগের খেলা শুরু হওয়ার আগে ফুটবলাররা মাঠে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের উদ্দেশ্যে প্রতিবাদ জানায়।