
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিরাতে একদিকে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটস্পার ও এভার্টন। টটেনহ্যামের হয়ে মাইলস্টোন ম্যাচে নেমে গোল করেছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন। ২-০ ব্যবধানে এভার্টনকে হারিয়েছে স্পার্সরা। অপর এক ম্যাচে সাক্ষাৎ হয়েছিল উলভস ও নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচে ১-০ জিতেছে উলভস।

টটেনহ্যাম হটস্পারের হয়ে কেরিয়ারের ৪০০তম ম্যাচে নেমেছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন (Harry Kane)। স্পার্সদের জার্সিতে তাঁর নামের পাশে এখন জ্বলজ্বল করছে ২৫৮ গোল।

ইপিএলে এভার্টনের বিরুদ্ধে ম্যাচের ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন হ্যারি কেন।

ইপিএলে এভার্টনের বিরুদ্ধে ম্যাচের ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন হ্যারি কেন।

উলভস বনাম নটিংহ্যাম ফরেস্ট ম্যাচে ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে দলকে জিতিয়েছেন উলভসের রুবেন নেভেস (Ruben Neves)।

ইপিএল বর্ণবিদ্বেষকে সমর্থন করে না। শনিরাতে প্রিমিয়ার লিগের খেলা শুরু হওয়ার আগে ফুটবলাররা মাঠে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের উদ্দেশ্যে প্রতিবাদ জানায়।