Bangla NewsPhoto gallery Harry Kane's hat trick against Albania helped England's Victory against Albania in World Cup Qualifiers
World Cup Qualifiers: হ্যারি কেনের হ্যাটট্রিকে ইংল্যান্ডের বড় জয়
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Nov 13, 2021 | 3:35 PM
হ্যারি কেনের (Harry Kane) হ্যাটট্রিকে (hat-trick) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers) ম্যাচে আলবানিয়াকে (Albania) ৫-০ গোলে একেবারে বিধ্বস্ত করে ছেড়েছে ইংল্যান্ড (England)। ওয়েম্বলি স্টেডিয়ামে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আলবানিয়া। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে ইংল্যান্ড। এই ম্যাচে জয়ের পর ২০২২ সালের কাতার বিশ্বকাপের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে একটা পয়েন্ট দরকার। তা হলেই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলবেন হ্যারি কেনরা।
Ad
1 / 4
আলবানিয়ার বিরুদ্ধে ম্যাচের ৫টি গোলই ইংল্যান্ড পেয়েছে ম্যাচের প্রথমার্ধে। ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire)।
2 / 4
আলবানিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে (১৮, ৩৩ ও ৪৫+১ মিনিটে) দলকে জয়ের দিকে অনেকটাই এগিয়ে দেন হ্যারি কেন (Harry Kane)।
3 / 4
ওয়েম্বলি স্টেডিয়ামে আলবানিয়ার বিরুদ্ধে ম্যাচের ২৮ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জর্ডান হেন্ডারসন (Jordan Henderson)।
4 / 4
নয় ম্যাচের পর ‘আই’ গ্রুপের শীর্ষে রয়েছেন হ্যারি কেনরা। সাত ম্যাচে জয় এবং দুই ম্যাচে ড্রয়ে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট।