Alia-Ranbir Wedding: শ্যাম্পেনে চুমুক, তিনতলা কেক, ‘রালিয়া’র বিয়ের নতুন ছবিগুলো মিস করবেন না

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 15, 2022 | 2:11 PM

Alia-Ranbir Wedding: অতিথি সংখ্যা ছিল হাতে গোনা, কিন্তু আয়োজনে ছিল না কোনও ত্রুটি। রণবীর-আলিয়ার বিয়ের ছবি ইতিমধ্যেই নিশ্চয়ই আপনি দেখেছেন, আরও কিছু নতুন ছবি রইল আপনাদের জন্য।

1 / 7
অতিথি সংখ্যা ছিল হাতে গোনা, কিন্তু আয়োজনে ছিল না কোনও ত্রুটি। রণবীর-আলিয়ার বিয়ের ছবি ইতিমধ্যেই নিশ্চয়ই আপনি দেখেছেন, আরও কিছু নতুন ছবি রইল আপনাদের জন্য।

অতিথি সংখ্যা ছিল হাতে গোনা, কিন্তু আয়োজনে ছিল না কোনও ত্রুটি। রণবীর-আলিয়ার বিয়ের ছবি ইতিমধ্যেই নিশ্চয়ই আপনি দেখেছেন, আরও কিছু নতুন ছবি রইল আপনাদের জন্য।

2 / 7
কাপুর পরিবারের ট্র্যাডিশন  অনুযায়ী শ্যাম্পেনে চুমুক দিয়ে বিয়ে সম্পন্ন হয়েছিল ওই জুটির। পারিবারিক রীতি মেনে সাতপাক নয় বরং চার পাক ঘুরেছিলেন ওঁরা।

কাপুর পরিবারের ট্র্যাডিশন অনুযায়ী শ্যাম্পেনে চুমুক দিয়ে বিয়ে সম্পন্ন হয়েছিল ওই জুটির। পারিবারিক রীতি মেনে সাতপাক নয় বরং চার পাক ঘুরেছিলেন ওঁরা।

3 / 7
হাজির ছিল গোটা খানদান। তবে করিনা কাপুরই যেন কেড়ে নিচ্ছিলেন সমস্ত লাইমলাইট।

হাজির ছিল গোটা খানদান। তবে করিনা কাপুরই যেন কেড়ে নিচ্ছিলেন সমস্ত লাইমলাইট।

4 / 7
ভাট ও কাপুর এই দুই পরিবারই বলিউডে বেশ প্রভাবশালী। সেই দুই পরিবার যখন বিবাহসূত্রে এক হয় তখন আড়ম্বরও যে হয় দ্বিগুণ তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

ভাট ও কাপুর এই দুই পরিবারই বলিউডে বেশ প্রভাবশালী। সেই দুই পরিবার যখন বিবাহসূত্রে এক হয় তখন আড়ম্বরও যে হয় দ্বিগুণ তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

5 / 7
আলিয়ার বলিউডে হাতেখড়ি হয়েছিল করণ জোহরের হাত ধরেই। আলিয়ার বিয়ে আর করণ আসবেন তা আবার কী করে হয়। তিনি যে শুধু এলেন তা নয়, সূত্র বলছে আলিয়াকে বধুরূপে দেখে নাকি কেঁদেও ফেলেন তিনি।

আলিয়ার বলিউডে হাতেখড়ি হয়েছিল করণ জোহরের হাত ধরেই। আলিয়ার বিয়ে আর করণ আসবেন তা আবার কী করে হয়। তিনি যে শুধু এলেন তা নয়, সূত্র বলছে আলিয়াকে বধুরূপে দেখে নাকি কেঁদেও ফেলেন তিনি।

6 / 7
রণবীর কাপুরের প্রেমিকার সংখ্যা নেহাতই কম নয়। শ্বশুর মহেশ ভাট পর্যন্ত তাঁকে ক্যাসেনোভা আখ্যা দিয়েছিলেন। কিন্তু আলিয়ার সঙ্গে সম্পর্ক যে বদলে দিয়েছিল সমস্ত সমীকরণ।

রণবীর কাপুরের প্রেমিকার সংখ্যা নেহাতই কম নয়। শ্বশুর মহেশ ভাট পর্যন্ত তাঁকে ক্যাসেনোভা আখ্যা দিয়েছিলেন। কিন্তু আলিয়ার সঙ্গে সম্পর্ক যে বদলে দিয়েছিল সমস্ত সমীকরণ।

7 / 7
তাঁর সঙ্গেই থিতু হতে চেয়েছিলেন রণবীর। তিনি যেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির বানি। ছবিতে দীপিকাকে পেয়েছিলেন আর রিয়েল লাইফে এল আলিয়া।

তাঁর সঙ্গেই থিতু হতে চেয়েছিলেন রণবীর। তিনি যেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির বানি। ছবিতে দীপিকাকে পেয়েছিলেন আর রিয়েল লাইফে এল আলিয়া।

Next Photo Gallery