Lowest Paid Actors: অমিতাভের ছেলে হয়েও এত কম টাকা! বলিউডে সবচেয়ে অল্প পারিশ্রমিক কারা পান?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Feb 20, 2023 | 8:41 PM
Lowest Paid Actors: বি-টাউনে অভিনেতাদের এক একজনের পারিশ্রমিক 'এক সে বড়কর এক'। শাহরুখ খান থেকে সলমন খান-- সবারই পারিশ্রমিকে চোখ ধাধিয়ে যাওয়ার উপক্রম। তবে জানেন কি বলিউডে এমনও অনেক অভিনেতা রয়েছেন, যাদের পারিশ্রমিক বাকিদের তুলনায় নিতান্তই কম।
1 / 7
বি-টাউনে অভিনেতাদের এক একজনের পারিশ্রমিক 'এক সে বড়কর এক'। শাহরুখ খান থেকে সলমন খান-- সবারই পারিশ্রমিকে চোখ ধাধিয়ে যাওয়ার উপক্রম। তবে জানেন কি বলিউডে এমনও অনেক অভিনেতা রয়েছেন, যাদের পারিশ্রমিক বাকিদের তুলনায় নিতান্তই কম।
2 / 7
এই যেমন অভিষেক বচ্চন, বারংবার তাঁকে তুলনা করা হয়েছে তাঁর বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে। অনেকেরই মতে, বাবার মতো যোগ্যতা নাকি তাঁর নেই। যদিও অনেকের মতে, তিনি নাকি আন্ডাররেটেড, অর্থাৎ যে পরিমাণ সম্মান তাঁর পাওনা ছিল এযাবৎ, তাঁর ছিটেফোঁটাও পাননি ছোটে বচ্চন। পারিশ্রমিকও তাই বেশ কম। কত জানেন? ছবি প্রতি মাত্র ২ কোটি টাকা।
3 / 7
একসময় নাম করলেও আজ ফারদিন খানকে নিয়ে তেমন আলোচনা হয়না। টাকার পরিমাণও কমেছে। তিনি নাকি প্রতি ছবিতে পান মাত্র ১০ লক্ষ টাকা।
4 / 7
এক সময় চুটিয়ে ছবি করেছেন আফতাব শিবদশানি। কিন্তু নিজের জায়গা নিজেই ধরে রাখতে পারেননি তিনি। গত বেশ কিছু সিরিজে, সিরিজ প্রতি তিনি পেয়েছেন মাত্র ১৫ লক্ষ করে।
5 / 7
বাবা সুপারস্টার, কিন্তু তুষার বলিউডে জায়গা বানাতে পারেননি। টাকাও বেশ কম। রোহিত শেট্টির প্রতিটি ছবিতে একটিও সংলাপ না বলে তিনি নিয়েছেন ২ কোটি করে।
6 / 7
হিমেশ রেশমিয়া কিন্তু গানের পাশাপাশি ছবিতেও অভিনয় করেছেন। তবে ছবি হিট হয়নি। তাই পারিশ্রমিকও বাড়েনি। ছবি প্রতি তিনি নাকি পান ২ কোটি টাকা।
7 / 7
অন্যদিকে 'সঞ্জুবাবা'ও কিন্তু এখন আর বেশি টাকা পান না। সূত্র বলছে, তিনি নাকি পান ওই ৩ কোটির কাছাকাছি। খান-কাপুরদের পারিশ্রমিকের কাছে, তাঁদের এই পারিশ্রমিক নেহাতই তুচ্ছ সে কথা বলার নয়।