স্মৃতির খোঁজে: উত্তম-সুচিত্রার ছায়াছবি ‘ইন্দ্রাণী’র দুষ্প্রাপ্য ছবি প্রকাশ্যে
ইন্দ্রাণী মুখোপাধ্যায় আর সুদর্শন দত্তের প্রেমের কাহিনী ইন্দ্রাণীতে প্রথমবার উত্তমকুমার অভিনীত কোনও ছবিতে ব্যবহৃত হয়েছিল হিন্দি গানে। মহম্মদ রফি গেয়েছিলেন “সব কুছ লুটাকর হুয়ে হাম তুমহারে”।