TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
May 24, 2022 | 2:21 PM
উরফি জাভেদ-- বি টাউনের নয়া সেনসেশন। কখনও সেফটিপিন দিয়ে গা ঢাকছেন আবার কখনও বা কাচের পোশাক পরে চমকে দিচ্ছেন সকলকে। হচ্ছেন নিন্দিত, চলছে ট্রোলিং। তাতে অবশ্য উরফির ডোন্ট কেয়ার। এ হেন উরফির মাসিক আয় কত আপনার আন্দাজ? জানিয়ে রাখি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে।
পাপারাজ্জি ভাইরাল ভয়ানি পরিষ্কার জানিয়েছেন যে কোনও তাবড় বলি সেলেবের থেকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় উরফির জনপ্রিয়তা বেশি। সে লোকে তাঁকে নিয়ে যাই বলুক, উরফির ছবি আসলে নেটিজেন নাকি স্থির থাকতে পারে না। উরফি নিজেও ইনস্টাগ্রামে বেশ সক্রিয়।
সূত্র বলছে, ধারাবাহিকের চেনা মুখ উরফি যে কোনও গেম শো অথবা রিয়ালিটি শো;তে যাওয়ার জন্য এই মুহূর্তে নিচ্ছেন এপিসোড প্রতি ২৫ থেকে ৫০ হাজার টাকা। এখানেই কিন্তু শেষ নয়...
তাঁর নাকি মাসিক আয় দেড় কোটি টাকা থেকে ২২ কোটি টাকা পর্যন্ত। তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টই নাকি বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়। এ ছাড়াও ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে মডেলিং, অ্যাডের কাজ এসব তো রয়েছেই।
কিয়ারা ভুলভুলাইয়া ২-এর শুটিংয়ে যত টাকা পাননি তা প্রায় দুই সপ্তাহতেই কামিয়ে ফেলেন উরফি জাভেদ, এতটাই জনপ্রিয়তা তাঁর। মুম্বইয়ে এক বিলাসবহুল আবাসন ইতিমধ্যেই কিনে ফেলেছেন। অথচ তাঁর বয়স মাত্র ২৪ বছর।
রয়েছে বেশ কয়েকটি দামী গাড়িও। সব মিলিয়ে এই মুহূর্তে তিনি রয়েছেন সপ্তম স্বর্গে। জনপ্রিয়তা ও ব্যাঙ্ক ব্যালেন্স-- এই দুই যেন বাড়ছে লাফিয়ে লাফিয়ে।