Health Benefits of Pears: ওজন কমাতে চান? নিয়ম করে রোজ একটা ন্যাশপাতি খান
TV9 Bangla Digital | Edited By: megha
Jul 05, 2022 | 4:50 PM
প্রতিটা ফলেরই নিজস্ব কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। সেই তালিকায় রয়েছে ন্যাশপাতিও। এটি এমন একটি ফল যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। চলুন জেনে নেওয়া যাক, কী-কী জিনিস এই ফলকে অপরিহার্য করে তোলে।
1 / 6
প্রতিটা ফলেরই নিজস্ব কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। সেই তালিকায় রয়েছে ন্যাশপাতিও। এটি এমন একটি ফল যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। চলুন জেনে নেওয়া যাক, কী-কী জিনিস এই ফলকে অপরিহার্য করে তোলে।
2 / 6
হজমে সাহায্য করে ন্যাশপাতি। ন্যাশপাতিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবার রয়েছে। এই উপাদানটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। ফলে ভাল থাকে অন্ত্রের স্বাস্থ্য।
3 / 6
যেহেতু ন্যাশপাতির মধ্যে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবার রয়েছে তা এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। তাছাড়া এই ফলের মধ্যে অ্যান্থোসায়ানিন রয়েছে যা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রতিরোধ করে।
4 / 6
ন্যাশপাতিতে রয়েছে ফ্ল্যাভোনয়েড নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ফ্রি র্যাডিকের সঙ্গে লড়াইকে শরীরকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি এটি প্রদাহ হ্রাস করে শরীরকে সুস্থ রাখে।
5 / 6
ন্যাশপাতির মধ্যে কোয়ারসেটিন এবং প্রোসায়ানিডিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং এইচডিএল বা ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে। পাশাপাশি এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে।
6 / 6
উচ্চ পরিমাণ ফাইবারের পাশাপাশি ন্যাশপাতির মধ্যে ক্যালোরির পরিমাণও কম। সুতরাং যদি ওজন কমানোর জন্য ডায়েট করেন তাহলে ন্যাশপাতিতে আপনি খাদ্যতালিকায় রাখতে পারেন। তাছাড়া এতে জলের পরিমাণ বেশি।