Health Tips: এক গ্লাস বেদানার রস পান করুন এবং সুস্থ জীবনযাপন করুন!

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 01, 2021 | 6:30 PM

শরীরকে সুস্থ রাখতে যেকোনও ফল অপরিহার্য। এরকমই আরেকটি ফল হল বেদানা। এখানে শুধু ফল নয়, বরং এই ফলের রসও শরীরের ক্ষেত্রে দারুণ উপযোগী। বেদানার রসের মধ্যে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাহলে আসুন জেনে যাক, বেদানার রসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

1 / 7
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় বেদানার রস ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। বিশেষত, প্রোস্টেট ক্যান্সারের কোষকে প্রতিরোধ করতে সাহায্য করে বেদানার রস।

অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় বেদানার রস ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। বিশেষত, প্রোস্টেট ক্যান্সারের কোষকে প্রতিরোধ করতে সাহায্য করে বেদানার রস।

2 / 7
আলঝাইমারের সমস্যা থাকলে প্রতিদিন এক গ্লাস করে বেদানা রস পান করুন। তার সাথে স্মৃতি শক্তিকে উন্নত করতে সাহায্য করে বেদানা রস।

আলঝাইমারের সমস্যা থাকলে প্রতিদিন এক গ্লাস করে বেদানা রস পান করুন। তার সাথে স্মৃতি শক্তিকে উন্নত করতে সাহায্য করে বেদানা রস।

3 / 7
গ্যাসের সমস্যা বা অন্যান্য পেটের সমস্যাকেও প্রতিরোধ করতে সক্ষম বেদানার রস। হজম ক্ষমতাকেও উন্নত করতে সাহায্য করে বেদানার রস।

গ্যাসের সমস্যা বা অন্যান্য পেটের সমস্যাকেও প্রতিরোধ করতে সক্ষম বেদানার রস। হজম ক্ষমতাকেও উন্নত করতে সাহায্য করে বেদানার রস।

4 / 7
আর্থ্রাইটিসের ব্যথা থেকে আরাম পেতে পান করুন বেদানার রস। প্রদাহবিরোধী জনিত বৈশিষ্ট্যের জন্য যেকোনও ব্যথা দূর করতে এই রস পান করতে পারেন।

আর্থ্রাইটিসের ব্যথা থেকে আরাম পেতে পান করুন বেদানার রস। প্রদাহবিরোধী জনিত বৈশিষ্ট্যের জন্য যেকোনও ব্যথা দূর করতে এই রস পান করতে পারেন।

5 / 7
বেদানার রস কোলেস্টেরল কমাতে সাহায্য করে যার ফলে হৃদ রোগের ঝুঁকি কমে যায়। তাছাড়াও হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে বেদানার রস।

বেদানার রস কোলেস্টেরল কমাতে সাহায্য করে যার ফলে হৃদ রোগের ঝুঁকি কমে যায়। তাছাড়াও হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে বেদানার রস।

6 / 7
রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বেদানার রস। ডায়বেটিসের রোগীদের বেদানার রস পান করা উচিত।

রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বেদানার রস। ডায়বেটিসের রোগীদের বেদানার রস পান করা উচিত।

7 / 7
উচ্চ রক্তচাপের রোগীরা আজই বেদানার রস পান করা শুরু করুন। বেদানার রস রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

উচ্চ রক্তচাপের রোগীরা আজই বেদানার রস পান করা শুরু করুন। বেদানার রস রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

Next Photo Gallery
স্লিম ও ফিট থাকতে ব্রেকফাস্টের সময় কোন কোন খাবার একদম এড়িয়ে যাবেন, জানেন?
জনজাতির অনুরোধেই সায়, অসমের জাতীয় উদ্যান থেকেও বাদ পড়ল রাজীব গান্ধীর নাম!