
প্রচুর পরিমানে চকোলেট খান? উপহারে কেউ চকোলেট দিলেই খুশিতে ডগমগ করেন। জানেন কি এই চকোলেটই আপনার মৃত্যুর কারণ হতে পারে।

চকোলেট খেলে কী কী বিপদ হতে পারে, তা একবার দেখে নিন। চকোলেটে থাকে প্রচুর পরিমাণ ক্যাফেইন। উপাদানটি শরীরের এনার্জি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

তাই বেশি চকোলেট খেলে হৃদযন্ত্রের উপর খুব চাপ পড়ে। অস্থিরতা বাড়ে। সেই থেকে বাড়ে দুশ্চিন্তা। সরাসরি হৃদযন্ত্রের সমস্যা বাড়াতে থাকে। তাই যদি অস্থিরতা ও হার্টের সমস্যা না চান, তাহলে চকোলেট খাওয়া কমাতে হবে।

পেটের সমস্যাকে বাড়িয়ে দেয় চকোলেট। অর্থাৎ অতিরিক্ত চকোলেট সেবনে গ্যাসের সমস্যা হয়। ক্যাফেইন থেকে হয় গ্যাসও। হার্ট বার্ন হতে পারে অনেকক্ষেত্রে। পেটে আলসারও হতে পারে এর থেকে।

পেটে নানা ধরনের অস্বস্তি তৈরি করে চকোলেট। খাদ্য নালীতেও সমস্যা তৈরি হয়। বুক জ্বালা, গলা জ্বালা ভাব তৈরি হয়। সেই সঙ্গে চকোলেট খেলে যে ওজন বাড়ে, তা কারওরই অজানা নয়।

ওজন বাড়তে থাকলে আগেই চকোলেটকে ডায়েট চার্ট থেকে সরান। চকোলেটে থেকে হাই পটাশিয়াম। কিডনির অসুখও হতে পারে। তাই চকোলেট খাওয়া কমিয়ে ফেলুন একেবারে। তবেই কমবে ওজন।

যে চকোলেট খেতে আপনি এত ভালবাসেন, সেই খাবারই আপনার শরীরের বিভিন্ন ক্ষতি ডেকে আনছে। সেই সঙ্গে আনছে মুখ ভর্তি ব্রণও। তার অন্যতম কারণ, দুধ ছাড়া চকোলেট হয় না। থাকে মাখনও।

এছাড়াও অতিরিক্ত চকোলেট খেলে ডিহাইড্রেশনের সমস্য়াও হতে পারে। ক্যাফেইনের কারণে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত লবণ বেড়িয়ে যায়। ফলে শরীরে দেখা দেয় ডিহাইড্রেশনের সমস্যা।