ডাবল চিন থাকায় ছবি তুলতে লজ্জা! দিনে 5 মিনিট এই ব্যায়াম করে দেখুন তো…
Double Chin Problem: আজকাল খেয়াল করে দেখবেন, ফটো তোলার সময় অনেকেরই ডবল চিন (ভারী চোয়াল) দেখা যাওয়া নিয়ে সমস্যা থাকে। অর্থাৎ যিনি ছবি তুলছেন, তাকে খেয়াল রাখতে হয় যেন কোনওভাবেই ডবল চিন না আসে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। তার জন্য নিজেকে কয়েক মিনিট সময় দিতে হবে।
1 / 8
আজকাল খেয়াল করে দেখবেন, ফটো তোলার সময় অনেকেরই ডবল চিন (ভারী চোয়াল) দেখা যাওয়া নিয়ে সমস্যা থাকে। অর্থাৎ যিনি ছবি তুলছেন, তাকে খেয়াল রাখতে হয় যেন কোনওভাবেই ডবল চিন না আসে।
2 / 8
এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। তার জন্য নিজেকে কয়েক মিনিট সময় দিতে হবে। রোজ যদি এই পাঁচটি ব্যায়াম করতে পারেন, তাহলে কয়েকদিনের মধ্যেই গায়েব হয়ে যাবে আপনার চোয়ালের নীচের চর্বি।
3 / 8
চিন লিফ্ট- আপনার ঘাড় পিছনের দিকে টানুন এবং আপনার চোয়াল তুলুন। এভাবে বেশ কয়েকবার করতে হবে। এই সহজ ব্যায়ামেই আপনার চোয়ালের সমস্ত চর্বি গায়েব হবে।
4 / 8
চিন জাটিং- চোয়ালকে সামনের দিকে ঠেলে দিন এবং তারপরে পিছনে টানুন। এমন করে বেশ কয়েকবার করতে হবে। চেষ্টা করবেন এতে একটু বেশি সময় দেওয়ার। এই ব্যায়ামে চোয়ালের পেশীগুলি টানটান হবে।
5 / 8
মুখের নড়াচড়া বা মাউথ মুভমেন্ট- প্রথমে মুখটিকে 'ও' আকারে নিয়ে আসুন। অর্থাৎ 'O' বলার সময় মুখটা যেমন হয়, তেমন করুন। তারপরে 4-5 সেকেন্ড ওভাবেই রাখুন। ফের করুন।
6 / 8
একটি পেন্সিল ধরুন- হাতে একটি পেন্সিল নিয়ন। তারপরে তা ঠোঁটের মাঝে রাখুন। হালকা হতে প্রেস করুন। এমন করে বেশ কিছুক্ষণ করুন। এই ব্যায়ামটি দিনে দু'বার করে করলেই অনেক ফল পাবেন।
7 / 8
নেক কার্ল আপ - আপনার পিঠের উপর শুয়ে আলতো করে আপনার ঘাড় উপরে তুলুন এবং তারপরে ধীরে ধীরে নীচে নামিয়ে দিন। এই সাধারণ ব্যায়ামটি আপনার ঘাড় এবং চোয়ালের পেশীকে শক্তিশালী করতে সাহায্য করে।
8 / 8
একদিনে কোনও কিছুই সম্ভব নয়। তাই হাল ছেড়ে দিলে ফল পাবেন না। এক সপ্তাহ টানা করার পরে একটা তফাৎ দেখতে পাবেন। তবে দিনে দু'বার ১০ মিনিট করতে হবে।