প্রচণ্ড মাথাব্যাথা! নিয়মিত হচ্ছে? সময়ের সঙ্গে তা বাড়ছে? ব্রেন টিউমারের প্রাথমিক উপসর্গ হতে পারে। বিশেষ করে সকালের দিকে এবং কাঁশি, হাঁচি এবং এক্সারসাইজ করার সময় প্রচণ্ড মাথাব্যথা হলে দ্রুত সতর্ক হওয়া উচিত। ছবি: Getty Images
বলে বোঝানো যাচ্ছে না এমন খিঁচুনি হলেও সেটা ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ হতে পারে। ছবি: Getty Images
দৃষ্টিশক্তির সমস্যা হলে, ঝাঁপসা দেখা, এক জিনিসকে দুটো দেখা, দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকা অথবা পুরোপুরি হারানোও এর অন্যতম উপসর্গ। ছবি: Getty Images
ভারসাম্য হারানো, প্রচণ্ড অস্বস্তি, দিশাহীন মনে হওয়া। হতে পারে ব্রেনে কোষ বৃদ্ধির কারণই এমন পরিস্থিতি হচ্ছে! ছবি: Getty Images
মনোসংযোগের অভাব, হঠাৎই কোনও সাধারণ বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগা, স্মৃতি শক্তির সমস্যা হওয়া, দ্বিধা। ব্রেন টিউমারের লক্ষণও হতে পারে। ছবি: Getty Images
নিয়মিত বমিবমি ভাব কিংবা বমি হওয়া, বিশেষত কোনও খাবার নিয়ে সমস্যা নেই বা খাবারের সময়ও নয়। ব্যক্তিত্ব, আচরণে পরিবর্তন, মুড সুইং, কথা বলার সময় জড়িয়ে যাওয়া কিংবা কিছু বুঝতে, গুছিয়ে কথা বলার সমস্যা হওয়া, এগুলিও ব্রেন টিউমারের উপসর্গ হতে পারে। ছবি: Getty Images
দুর্বল লাগা, শরীরের কোনও অংশ অসাড় লাগা, বিশেষ করে কোনও একটা দিকে। হতেই পারেই ব্রেন টিউমারের প্রাথমিক পর্বের কারণে এই সমস্যাগুলি হচ্ছে। পাশাপাশি কানে সমস্যা, শোনার ক্ষেত্রে অস্বস্তি, কানে অদ্ভূত ঝিনঝিন করা এটাও অন্যতম লক্ষণ হতে পারে। ছবি: Getty Images
এরকম কোনও উপসর্গ কিংবা লক্ষণ বুঝতে পারলে দ্রুতই সতর্ক হওয়া উচিত। শুরুতেই চিকিৎসকের পরামর্শ না নিলে ধীরে ধীরে তা গুরুতর হতে পারে। দ্রুত এর লক্ষণ ধরতে পারলে এবং চিকিৎসা করালে ব্রেন টিউমার আটকানো সম্ভব হতে পারে। ছবি: Getty Images