পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা-যন্ত্রণা? এই রোগের শিকার নন তো?

Excessive Period Pain: মাসের চার পাঁচটা দিন কোনও কোনও মহিলার কাছে দুর্বিসহ হয়ে ওঠে। কারণটা হল পিডিয়ডের ব্যথা। আপনার সেটা সাধারণ মনে হলেও কারও কারও ক্ষেত্রে একেবারেই নয়। তবে অতিরিক্ত ব্যথা হলেও এড়িয়ে যান কিছু মহিলা। ব্যথার ওষুধ খেয়ে বা গরম শেক দিয়ে কমিয়ে ফেলেন। কিন্তু শরীরে কোন রোগ বাসা বাঁধছে জানেন?

Mar 23, 2024 | 3:15 PM

1 / 8
মাসের চার পাঁচটা দিন কোনও কোনও মহিলার কাছে দুর্বিসহ হয়ে ওঠে। কারণটা হল পিডিয়ডের ব্যথা। আপনার সেটা সাধারণ মনে হলেও কারও কারও ক্ষেত্রে একেবারেই নয়।

মাসের চার পাঁচটা দিন কোনও কোনও মহিলার কাছে দুর্বিসহ হয়ে ওঠে। কারণটা হল পিডিয়ডের ব্যথা। আপনার সেটা সাধারণ মনে হলেও কারও কারও ক্ষেত্রে একেবারেই নয়।

2 / 8
তবে অতিরিক্ত ব্যথা হলেও এড়িয়ে যান কিছু মহিলা। ব্যথার ওষুধ খেয়ে বা গরম শেক দিয়ে কমিয়ে ফেলেন। কিন্তু শরীরে কোন রোগ বাসা বাঁধছে জানেন?

তবে অতিরিক্ত ব্যথা হলেও এড়িয়ে যান কিছু মহিলা। ব্যথার ওষুধ খেয়ে বা গরম শেক দিয়ে কমিয়ে ফেলেন। কিন্তু শরীরে কোন রোগ বাসা বাঁধছে জানেন?

3 / 8
পিরিয়ডের সময় ব্যথা হওয়া স্বাভাবিক, তবে অতিরিক্ত ব্যথা এন্ডোমেট্রিওসিসের লক্ষণ হতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। না, এটি কোনও ছোঁয়াচে রোগ নয়।

পিরিয়ডের সময় ব্যথা হওয়া স্বাভাবিক, তবে অতিরিক্ত ব্যথা এন্ডোমেট্রিওসিসের লক্ষণ হতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। না, এটি কোনও ছোঁয়াচে রোগ নয়।

4 / 8
মহিলাদের জরায়ুতে একটি স্তর থাকে। যাকে এন্ডোমেট্রিয়াম বলে। যখন এর টিস্যু জরায়ুর বাইরে ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে যুক্ত হতে শুরু করে, তখন এই অবস্থাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস।

মহিলাদের জরায়ুতে একটি স্তর থাকে। যাকে এন্ডোমেট্রিয়াম বলে। যখন এর টিস্যু জরায়ুর বাইরে ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে যুক্ত হতে শুরু করে, তখন এই অবস্থাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস।

5 / 8
এইভাবে টিস্যু শরীরের যেকোনও অংশে ছড়িয়ে পড়তে পারে। এটি অন্ত্র, অ্যাপেনডিক্স, ফুসফুস, লিভার এবং মস্তিষ্কেও সহজেই পাওয়া যায়।

এইভাবে টিস্যু শরীরের যেকোনও অংশে ছড়িয়ে পড়তে পারে। এটি অন্ত্র, অ্যাপেনডিক্স, ফুসফুস, লিভার এবং মস্তিষ্কেও সহজেই পাওয়া যায়।

6 / 8
রোগের চিকিৎসা না হলে অনেক মহিলারই পরে সন্তান হতে সমস্যা হয়। আর পিরিয়ডের সময় যখন প্রচুর ব্যথা হয়, তখন তা এন্ডোমেট্রিওসিসের লক্ষণ।

রোগের চিকিৎসা না হলে অনেক মহিলারই পরে সন্তান হতে সমস্যা হয়। আর পিরিয়ডের সময় যখন প্রচুর ব্যথা হয়, তখন তা এন্ডোমেট্রিওসিসের লক্ষণ।

7 / 8
এন্ডোমেট্রিওসিস একটি গুরুতর রোগ। এন্ডোমেট্রিওসিসের কারণে, 50 শতাংশ মহিলা প্রজনন সমস্যায় ভোগেন। অনেক সময় স্ক্যানের মাধ্যমে এই রোগ শনাক্ত করতে হয়।

এন্ডোমেট্রিওসিস একটি গুরুতর রোগ। এন্ডোমেট্রিওসিসের কারণে, 50 শতাংশ মহিলা প্রজনন সমস্যায় ভোগেন। অনেক সময় স্ক্যানের মাধ্যমে এই রোগ শনাক্ত করতে হয়।

8 / 8
তাই যদি দেখেন দিনের পর দিন পিরিয়ডের ব্যথা বেড়েই চলেছে, তাহলে আর এড়িয়ে যাবেন না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান, নাহলে পরবর্তীকালে সমস্যা হতে পারে।

তাই যদি দেখেন দিনের পর দিন পিরিয়ডের ব্যথা বেড়েই চলেছে, তাহলে আর এড়িয়ে যাবেন না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান, নাহলে পরবর্তীকালে সমস্যা হতে পারে।