
আজকাল খারাপ জীবনযাপন, খাদ্যাভ্যাস, হরমোনের ভারসাম্যহীনতার জন্য মহিলাদের শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে। আর তারফলেই বাড়তে থাকে ওজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মহিলাদের পেটে চর্বি জমে যাওয়ার প্রধান কারণ হরমোনের ভারসাম্যহীনতা। এছাড়াও শরীরের ইনসুলিন সংবেদনশীলতা হ্রাস।

আর এই কারণেই শরীরে উপস্থিত শক্তি সঠিকভাবে কাজ করতে পারে না। ফলে সেই নির্দিষ্ট স্থানে ধীরে ধীরে চর্বি জমতে শুরু করে। আর ওজন বাড়লেই দেখা দেয় থাইরয়েড, হৃদরোগ, PCOS এবং PCOD-এর মতো সমস্যা।

কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল মহিলাদের পেটের মেদ কীভাবে কমানো যায়? শরীরের অন্যান্য অংশের ওজন সহজে কমলেও পেটের মেদ কমাতে অনেক সময় লাগে। তবে যদি এই কয়েকটি উপায় মেনে চলেন, তাহলে সহজেই পেটের মেদ কমাতে পারবেন।

সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে হালকা গরম জল খান। কারণ এতে ক্যালোরি বার্ন হয়। সেই সঙ্গে আরও অনেক উপকারীতা পাওয়া যায়। হালকা গরম জল হজমে ও বিপাকক্রিয়ায় অনেক সাহায্য করে।

শুধুই ডায়েট করে পেটের মেদ কমানো কঠিন। তাই পেটের ব্যায়াম করুন। প্রতিদিন আধ ঘণ্টা ব্যায়াম করুন। ব্যায়াম, যোগব্যায়াম শরীরকে সচল রাখতে সাহায্য করে। প্রয়োজনে 30-40 মিনিট হাঁটুন। এতেও ক্যালোরি বার্ন হবে।

রাতে সঠিক সময় ঘুমতে যান? ভাবছেন তো এর সঙ্গে পেটের মেদ কমার বা ওজন ঝরানোর কী সম্পর্ক? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুস্থ শরীরের জন্য ঠিক মতো ঘুম খুবই জরুরি।

আপনি যদি ওজন কমানোর সিদ্ধান্ত নেন, তাহলে সময়মতো ঘুমানো ও ঘুম থেকে ওঠা শুরু করুন। বিশ্রাম শরীরের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমলেই ফল পাবেন। নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।